একটি চক্র দেশে অশান্তি সৃষ্টি করতে চাচ্ছে: প্রাণিসম্পদমন্ত্রী
মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, স্বাধীনতাবিরোধী একটি চক্র দেশে অশান্তি সৃষ্টি করতে চাচ্ছে। এই চক্র যেন কোনোভাবে শান্তি নষ্ট করতে না পারে সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। কোনোভাবে মুসলিম ও অন্যান্য ধর্মের মানুষের সঙ্গে আমাদের হাজার বছরের ভ্রাতৃত্ববোধ নষ্ট হতে দেওয়া যাবে না।
বৃহস্পতিবার (২১ অক্টোবর) দুপুরে পিরোজপুর জেলা স্টেডিয়ামে জেলা পুলিশের পৃষ্ঠপোষকতায় জেলা দাবা লীগ-২০২১ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালে বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
মন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, বিভিন্ন জায়গায় যখন কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে সেখানে পিরোজপুরের পরিবেশ সম্পূর্ণ শান্ত রয়েছে। জেলার পূজা উদযাপন পরিষদ, মসজিদের ইমাম, মাদরাসার সুপার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বলেই জেলায় কোনোপ্রকার অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি।
পুরস্কার বিতরণী অনুষ্ঠনে পুলিশ সুপার সাইদুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, পিরোজপুর প্রেসক্লাবের আহ্বায়ক গৌতম চৌধুরী, জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক গোলাম মাওলা নকীব। অনুষ্ঠান পরিচালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন।
বিজ্ঞাপন
সভা শেষে দাবা লীগে চ্যাম্পিয়ন হয় পিরোজপুর সোনালী অতীত ক্লাব এবং রানার্সআপ হয় শহীদ খোকন স্মৃতি ক্লাব। পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন ও পুলিশ সুপার সাইদুর রহমান। দাবা লীগে জেলার ৮ ক্লাবের মোট ৪৮ জন নারী ও পুরুষ খেলোয়াড় অংশ গ্রহণ করেন।
আবীর হাসান/এমএসআর