‘বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরকারীদের বিষদাঁত ভেঙে দিতে হবে’
গণজমায়েতে বক্তব্য রাখছেন সাংবাদিক ইউনিয়নের নেতারা
‘বঙ্গবন্ধুর ভাস্কর্য রক্ষায় সবাইকে সজাগ থাকতে হবে। আরও একটি যুদ্ধের মাধ্যমে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরকারীদের বিষদাঁত ভেঙে দিতে হবে।’
সোমবার (১৪ ডিসেম্বর) বিকেল ৩টায় কুষ্টিয়ার পাঁচ রাস্তার মোড়ে (বঙ্গবন্ধুর ভাস্কর্য চত্বর) বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) আয়োজিত গণজমায়েতে এ মন্তব্য করেন সাংবাদিক নেতারা।
বিজ্ঞাপন
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে এ গণজমায়েতের আয়োজন করা হয়। বিএফইউজে’র নেতাদের পাশাপাশি এতে কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের নেতারাও অংশ নেন।
বিএফইউজে’র মহাসচিব শাবান মাহমুদের পরিচালনায় ও সভাপতি মোল্লা জালালের সভাপতিত্বে গণজমায়েতে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী।
বিজ্ঞাপন
গণজমায়েতে সাংবাদিক নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। বঙ্গবন্ধুর জন্য আজকের বাংলাদেশ। তার নেতৃত্বে এদেশ স্বাধীনতা অর্জন করেছে।
তারা বলেন, মহান নেতার ভাস্কর্য যারা ভাঙচুর করেছে তাদের দ্রুত বিচার করতে হবে। তাদের বিষদাঁত ভেঙে দিতে হবে। বঙ্গবন্ধুর সম্মানরক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে; ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় জড়িতদের ছাড় দেয়া যাবে না।
গণজমায়েতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য আ ক ম সরওয়ার জাহান বাদশা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, বিএফইউজে’র কোষাধ্যক্ষ দীপ আজাদ, সহ-সভাপতি মনোতোষ বসু, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি কুদ্দুস আফ্রাদ এবং সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু।
এছাড়া গণজমায়েতে উপস্থিত ছিলেন- ঢাকা, কুষ্টিয়া, নারায়ণগঞ্জ, যশোর, রাজশাহী ও মেহেরপুরের ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও জেলা সাংবাদিক ইউনিয়নের নেতারা।
পাশাপাশি গণজমায়েতে উপস্থিত ছিলেন- কুষ্টিয়ার বিভিন্ন সাংবাদিক, সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী এবং নানা শ্রেণিপেশার মানুষ।
এএম