কারমাইকেল কলেজ ছাত্রলীগ কমিটি বিলুপ্ত ঘোষণা
রংপুরে কারমাইকেল কলেজ শাখা ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে মহানগর ছাত্রলীগ। রোববার (২৪ অক্টোবর) সন্ধ্যায় রংপুর মহানগর ছাত্রলীগের সভাপতি শফিউর রহমান স্বাধীন ও সাধারণ সম্পাদক শেখ আসিফ হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে মেয়াদোত্তীর্ণ হওয়ায় কমিটি বিলুপ্তির কথা বলা হলেও বিভিন্ন সূত্রে জানা গেছে, পীরগঞ্জে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় কারমাইকলে কলেজ ছাত্রলীগের দর্শন বিভাগের সহ সভাপতি সৈকত মণ্ডলের সম্পৃক্ততার অভিযোগ ওঠায় সমালোচনার মুখে পড়ে কলেজ কমিটি। পীরগঞ্জের ঘটনার একদিন পর সৈকত মণ্ডলকে ছাত্রলীগ থেকে অব্যাহতি দেওয়া হয়। এর সাতদিনের মাথায় কারমাইকলে কলেজ কমিটি বিলুপ্তির ঘোষণা জানালো মহানগর ছাত্রলীগ।
এর আগে গত শুক্রবার (২৩ অক্টোবর) পীরগঞ্জে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনার অন্যতম হোতা হিসেবে সৈকত মণ্ডল ও মসজিদের ইমাম রবিউল ইসলামকে টঙ্গি থেকে গ্রেফতার করে র্যাব। সেদিনই ঢাকায় সংবাদ সম্মেলনে জানানো হয়, সৈকত মণ্ডল উসকানি দিয়ে ও গুজব ছড়িয়ে হামলায় মদদ দেয়, তাকে সহযোগিতা করেন রবিউল। এরপরই ছাত্রলীগ নেতা সৈকত মণ্ডলের সম্পৃক্ততার এ বিষয়টি গণমাধ্যমে প্রকাশ পায়। এতে দেশব্যাপী তুমুল সমালোচনা শুরু হয়।
বিজ্ঞাপন
সহিংসতার ওই ঘটনায় সৈকত মণ্ডল ও রবিউল ইসলামের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা (আইসিটি) আইনে মামলা করেছে র্যাব।রোববার (২৪অক্টোবর) বিকেলে তাদের দুজনকে পীরগঞ্জ আমলি আদালতে তোলা হয়েছে।
উল্লেখ্য, গত রোববার (১৭ অক্টোবর) রাতে ফেসবুকে ধর্ম অবমাননার অভিযোগ তুলে পীরগঞ্জের রামনাথপুর ইউনিয়নের বড়করিমপুর মাঝিপাড়া গ্রামে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় গ্রামটির ১৫টি পরিবারের ২১টি বাড়ির সবকিছু পুড়ে গেছে। সব মিলিয়ে অন্তত ৫০টি বাড়িতে ভাঙচুর ও লুটপাট হয়েছে। হামলাকারীরা গরু-ছাগল, অলংকার, নগদ টাকাও নিয়ে গেছেন বলে দাবি ক্ষতিগ্রস্তদের। এ ঘটনায় পীরগঞ্জ থানায় দায়ের করা চারটি মামলায় ৬৪ জন গ্রেফতার হয়েছেন।
বিজ্ঞাপন
ফরহাদুজ্জামান ফারুক/আরআই