দেশে চালের বাজারে ভরা মৌসুমেও অস্থিরতা বিরাজ করতে থাকলে ভারত থেকে চাল আমদানির সিদ্ধান্ত নেয় সরকার। শুল্ক বিভাগের ছাড়পত্র নিয়ে দেশে চাল আমদানি শুরু হয় দেশের দ্বিতীয় বৃহত্তম চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে।

বাজার স্বাভাবিক রাখতে সরকারের উদ্যোগের ফলে বৃহস্পতিবার থেকে শুরু হয়ে ৩ দিনে ১ হাজার ২১৬ মেট্রিক টন চাল এসেছে। শনিবার পর্যন্ত টানা তিন দিনে ৩১টি ট্রাকে ১ হাজার ২১৬ মেট্রিক টন চাল আমদানি হয়েছে। পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের ম্যানেজার (অপারেশন) কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

কামাল হোসেন জানান, গেল তিন দিনে মেসার্স তাসনিম এন্টারপ্রাইজ, নজরুল অটো রাইস মিল ও মেসার্স ঘোষ এন্টারপ্রাইজ মিলে এসব চাল আমদানি করেছে। চালগুলোর মধ্যে রয়েছে নন বাঁশমতি, স্বর্ণা, রত্নাসহ আউশ চাল।

এর আগে সোনামসজিদ কাস্টম শুল্ক স্টেশন থেকে ছাড়করণের পর চালভর্তি ভারতীয় ট্রাকগুলো পানামা ইয়ার্ডের ভেতরে প্রবেশ করে। প্রথম দিন বৃহস্পতিবার পাঁচটি ভারতীয় চালভর্তি ট্রাক প্রবেশ করে বাংলাদেশে। পরদিন ২৪টি ও তৃতীয় দিন শনিবার পর্যন্ত দুটি ভারতীয় চালভর্তি ট্রাক ইয়ার্ডের ভেতরে প্রবেশ করে।

কামাল হোসেন বলেন, আমরা আশা করছি অন্য আমদানিকারকদের আমদানি করার জন্য ক্রয়কৃত ভারতীয় চাল দু-এক দিনের মধ্যে বন্দরে প্রবেশ করবে। আর চাল আমদানি শুরু হলে এবং সঠিক সময়ে দেশের বিভিন্ন মোকামে আমদানি করা চাল সরবরাহ করতে পারলে দেশের বাজারে চালের দাম কমে আসতে শুরু করবে বলেও জানান তিনি।

এনএ