পাবনায় সড়ক দুর্ঘটনায় নিহত ২
পাবনার দুই উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় একজন পুরুষ ও একজন নারীসহ মোট দুইজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার (২৫ অক্টোবর) সকালে ও দুপুরে ঈশ্বরদী ও ভাঙ্গুড়া উপজেলায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের সাহাপুর পশ্চিমপাড়া গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে লুৎফর রহমান মুক্তার (৬৮)। তিনি রেলওয়ের অবসরপ্রাপ্ত কর্মচারী ছিলেন। অপরজন ফরিদপুর উপজেলার বিএলবাড়ি ইউনিয়নের দেওভোগ গ্রামের মৃত আবুল হোসেন মল্লিকের স্ত্রী সাজেদা খাতুন (৫৮)।
বিজ্ঞাপন
স্থানীয় সূত্রে জানা গেছে, মুক্তার ভোরে নিজ বাড়ি থেকে ফজরের নামাজ পড়ার জন্য চর রূপপুর জিগাতলা জামে মসজিদে যাচ্ছিলেন। এ সময় অজ্ঞাত যানবাহন তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। মরদেহ উদ্ধার করে হাসপাতালে রাখা হয়। পরে পরিবারের কোনো অভিযোগ না থাকায় তাদের নিকট হস্তান্তর করা হয়েছে।
অপরজন সাজেদা দুপুর সাড়ে বারোটার দিকে চাটমোহরে মেয়ে জামাইয়ের বাড়ি থেকে ভাঙ্গুড়া থেকে ফরিদপুর গ্রামে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন। এ ঘটনায় ভ্যানের আরও ৪ যাত্রী আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
বিজ্ঞাপন
ভাঙ্গুড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান বলেন, খবর পাওয়ার পরই ঘটনাস্থলে পুলিশের ফোর্স পাঠানো হয়। সেখানে যাওয়ার আগেই স্বজনরা লাশ নিয়ে বাড়িতে চলে গেছে। তবে পরিবারের কোনো অভিযোগ নেই।
ঈশ্বরদী- থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, খবর পাওয়ার পরই ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছিল। পরে পরিবারের অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে। অন্ধকার থাকায় কী ধাক্কা দিয়েছে সেটা কেউ বলতে পারেনি। তবে তিনি রেলওয়ের অবসরপ্রাপ্ত কর্মচারী ছিলেন।
রাকিব হাসনাত/আরআই