সম্মেলনের ১৯ দিন পর জয়পুরহাট জেলা স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি
মো. গোলাম মোর্শেদ ও রমজান আলী সরদার
জয়পুরহাট জেলা স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। মো. গোলাম মোর্শেদকে সভাপতি ও রমজান আলী সরদারকে সাধারণ সম্পাদক করে আগামী তিন বছরের জন্য এ কমিটি গঠন করা হয়েছে। সোমবার (২৫ অক্টোবর) স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) শাহ জালাল মুকুল ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে রোববার (২৪ অক্টোবর) স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু স্বাক্ষরিত চিঠিতে জয়পুরহাট জেলা স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়। এছাড়াও আগামী এক মাসের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করে কেন্দ্রীয় দফতরে জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়।
বিজ্ঞাপন
জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সূত্রে জানা যায়, সর্বশেষ ২০১৫ সালের ২২ জুন জেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। দীর্ঘ ছয় বছর পর এ বছরের গত ৫ অক্টোবর বিকেল ৩টায় শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দানে সম্মেলনের প্রথম অধিবেশন এবং সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমিতে দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হয়। সেদিন সম্মেলনের উদ্বোধন করেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি নির্মল রঞ্জন গুহ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম। প্রধান বক্তা ছিলেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু। বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এবং আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা প্রমুখ। সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি ঘোষণা করার কথা থাকলেও তা করা হয়নি। পরে সম্মেলনের ১৯ দিন পর গতকাল রোববার নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়েছে।
স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শাহ জালাল মুকুল ঢাকা পোস্টকে বলেন, সম্মেলনের দিন কমিটি ঘোষণা করার কথা ছিল। কিন্তু প্রার্থীদের সিভি না পাওয়ায় সেদিন নতুন কমিটি ঘোষণা করা হয়নি। পরে তারা সকলে সিভি জমা দিলে যাছাই-বাছাই শেষে রোববার মো. গোলাম মোর্শেদকে সভাপতি ও রমজান আলী সরদারকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটির তালিকা কেন্দ্রে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ডোপ টেস্ট করে সভাপতি-সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করার কথা ছিল এবং নতুন দুইজনেরই ডোপ করা হয়েছে।
বিজ্ঞাপন
চম্পক কুমার/আরএআর