নওগাঁয় পুলিশ কনস্টেবল পদে লোক নিয়োগের প্রথম ধাপের প্রথম দিনের বাছাই পরীক্ষা চলাকালীন নওগাঁ পুলিশ লাইন্সের সামনে থেকে চাকরি দেওয়ার কথা বলে অবৈধভাবে টাকা লেনদেনের সময় মো. হাসান (৪৮) নামে একজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (২৫ অক্টোবর) দুপুর একটায় পুলিশ লাইন্স ১নং গেটের সামনে থেকে তাকে আটক করা হয়। আটক মো. হাসান পত্নীতলা উপজেলার গগনপুর গ্রামের মৃত বারিক মণ্ডলের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পুলিশ লাইন্সে কনস্টেবল পদে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে অবৈধভাবে টাকা লেনদেন করার সময় ৫০ হাজার  টাকাসহ হাতেনাতে হাসানকে আটক করে। তাবে তার সহযোগি এবং ভিকটিম (টাকা প্রদানকারী) সু-কৌশলে লোকজনের ভিড়ের মধ্যে পালিয়ে যায়।

এ বিষয়ে ইন্সপেক্টর ইনচার্জ (ডিবি) কে এম শামসুদ্দিন বলেন, অবৈধভাবে টাকা লেনদেনের সময় টাকাসহ হাসানকে আটক করা হয়।
এ ব্যাপারে প্রতারক হাসানের বিরুদ্ধে মামলা রুজুসহ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরআই