জয়পুরহাটে জামায়াতের চার নেতা গ্রেফতার
জামায়াতে ইসলামীর জয়পুরহাট জেলা শাখার আমির ও সেক্রেটারিসহ চার নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৫ অক্টোবর) বিকেলে জেলার কালাই উপজেলা সদরের সোনালী ব্যাংকের নিচে একটি দোকান থেকে নাশকতার পরিকল্পনার অভিযোগে তাদের আটক করা হয়।
বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা।
বিজ্ঞাপন
গ্রেফতার নেতারা হলেন জামায়াতে ইসলামীর জয়পুরহাট জেলা শাখার আমির মো. ফজলুর রহমান সাঈদ (৫৮), সেক্রেটারি মো. আবু আল্লামা গোলাম কিবরিয়া (৪৩), জেলা কমিটির সদস্য মো. নুরুজ্জামান সরকার (৫৯) ও কালাই উপজেলা শাখার আমীর মো. মুনছুর রহমান (৪৫)।
পুলিশ সুপার বলেন, সোমবার বিকেলে কালাই উপজেলা সদরের সোনালী ব্যাংকের নিচে একটি দোকানে বসে জামায়াতে ইসলামীর জেলা আমির-সেক্রেটারিসহ চারজন নেতা নাশকতার পরিকল্পনার গোপন বৈঠক করছিলেন।
বিজ্ঞাপন
এ সময় গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। গ্রেফতার নেতারা বর্তমানে থানা পুলিশ হেফাজতে আছেন বলে জানান তিনি।
চম্পক কুমার/এনএ