রায়পুরায় ইউপি নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১৬
নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তার ও আসন্ন ইউপি নির্বাচনকে কেন্দ্র আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৬ জন আহত হয়েছেন। সোমবার (২৫ অক্টোবর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাঁশগাড়ী ইউনিয়নের নতুন বাজার এলাকায় দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ায় ও সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতরা হলেন, মৃত রতন মিয়ার ছেলে রফিকুল ইসলাম (২০), মৃত ফুল মিয়ার ছেলে মোহাম্মদ আলী (২৪), মৃত রবিউল আউয়ালের ছেলে ইকবাল হোসেন (২৫), সুরুজ খানের ছেলে রুবেল খান (২২), আবদুল আলীর ছেলে স্বপন আলী (৩২), নুরু মিয়ার ছেলে বিল্লাল হোসেন (১৯), সায়েম মিয়ার ছেলে আজিজুল ইসলাম (১৬), আশরাফ উদ্দিনের ছেলে দেলোয়ার হোসেন (২৪), আনোয়ার হোসেনের ছেলে আসিফ হোসেন (১৮), গাজীউর রহমানের ছেলে সেলিম রহমান (৩২), মৃত আবদুর রহিমের ছেলে আবু সাইদ (৩৩) ও জমির হোসেনের ছেলে আমজাদ হোসেন (২২)। সবাই বাঁশগাড়ি নতুন বাজার ও আশপাশের এলাকার বাসিন্দা।
বিজ্ঞাপন
পুলিশ ও স্থানীয়রা জানায়, এলাকার আধিপত্য বিস্তার নিয়ে দুর্গম চরাঞ্চল বাঁশগাড়ী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আশরাফুল হক ও ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাসান মিয়ার ছেলে জাকির গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। সম্প্রতি বর্তমান চেয়ারম্যান আশরাফুল হক পুনরায় দলীয় মনোনয়ন পাওয়ায় বিরোধ চরম আকার ধারণ করে। এরই অংশ হিসেবে সকালে দুই পক্ষের লোকজন সংঘর্ষে লিপ্ত হয়। দুপুর পর্যন্ত কয়েক দফায় ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় অন্তত ১৬ জন আহত হয়েছেন। এর মধ্যে ১২ জন নরসিংদী সদর হাসপাতালসহ অন্যরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
রায়পুরা থানা পুলিশের এসআই মীর সোহেল ঢাকা পোস্টকে বলেন, সন্ধ্যা থেকেই জাকির গ্রুপ এলাকা ছাড়া। এ পর্যন্ত কেউ মারা যায়নি।
বিজ্ঞাপন
নরসিংদী সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মাহমুদুর বাসার জানান, রায়পুরার বাঁশগাড়ি থেকে আহত অবস্থায় আসা ১২ জনকে আমরা চিকিৎসা দিয়েছি। প্রাথমিক চিকিৎসা দিয়ে এরই মধ্যে তাদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ এলাকায় গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুই পক্ষেরই বেশ কয়েকজন আহতের খবর পেয়েছি। তবে গুলিবিদ্ধ কিংবা আহতের পরিসংখ্যান আমাদের কাছে নেই। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
রাকিবুল ইসলাম/এমএএস