পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন আছেন আহত দুই পুলিশ সদস্য

পিরোজপুরে আসামিপক্ষের হামলায় পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। রোববার (২৩ জানুয়ারি) গভীর রাতে সদর উপজেলার কুমারখালীর সিকদার বাড়ি এলাকায় আসামি গ্রেপ্তার করতে গেলে এ ঘটনা ঘটে। 

আহত পুলিশ সদস্যরা হলেন- সদর থানা পুলিশের এসআই সৈকত হোসেন সানি, এসআই মাহামুদুল হাসান, এসআই মো. খাইরুল হোসেন, এএসআই সাইফুল ইসলাম, পুলিশ সদস্য মো. মারুফ হাওলাদার। 

থানা সূত্রে জানা য়ায়, রোববার দিবাগত রাত ২টার দিকে পিরোজপুর সদর থানা পুলিশের সদস্যরা কুমারখালী এলাকার আনোয়ার সিকদারের ছেলে আসামি হাসান সিকদারকে গ্রেপ্তার করতে যান। কুমারখালী এলাকা থেকে হাসান সিকদারকে গ্রেপ্তার করে সদর থানায় নিয়ে আসার সময় আসামিপক্ষের লোকজন আসামিকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা চালায়। হামলায় পুলিশের তিনজন এসআই, একজন এএসআই ও একজন পুলিশ সদস্য আহত হন। এছাড়াও আসামিসহ
দুইজন আহত হন। পরে পুলিশ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে সাতজনকে আটক করে। 

পিরোজপুর জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. তারেক আজিজুল্লাহ জানান, রাত ২টার পরে আহত পাঁচ পুলিশ সদস্যকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসা হয়। তাদের মধ্যে দুইজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এছাড়া আসামিসহ দুইজনকে আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয়। 

পিরোজপুরের পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান জানান, আসামি গ্রেপ্তার করতে গিয়ে আসামিপক্ষের লোকজনের হামলায় পাঁচজন পুলিশ সদস্য আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে। এদের মধ্যে দুইজন হাসপাতালে ভর্তি আছেন। 

পিরোজপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. নুরুল ইসলাম বাদল জানান, এ ঘটনায় সাতজনকে আটক করা হয়েছে। থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। 

আরএআর