নোয়াখালীতে সহিংসতায় আরও ৬ জন গ্রেফতার
নোয়াখালীর বেগমগঞ্জে পূজামণ্ডপে হামলার ঘটনায় আরও ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (২৭ অক্টোবর) রাতে বেগমগঞ্জ মডেল থানা পুলিশ, কবিরহাট থানা পুলিশ, জেলা গোয়েন্দা শাখা ও র্যাব ১১ এর বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন, উপজেলার গণিপুর গ্রামের মৃত নুরুল হকের ছেলে আব্দুর রহিম (৪০), করিমপুর গ্রামের মৃত বশির উল্যাহর ছেলে বাহারুল আলম সুমন (৪২), মৃত আব্দুল দুলালের ছেলে মো. হেলাল (২৫), হাজিপুর গ্রামের মৃত জালাল আহমেদের ছেলে বেলাল হোসেন (৫৫), কবিরহাট উপজেলার জৈনদপুর গ্রামের জালাল উদ্দিন জুয়েল (১৯) ও আলীপুর টিএনটি কলোনির আরিফ (২১)।
বিজ্ঞাপন
ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম। তিনি বলেন, বিশেষ অভিযান পরিচালনা করে সিসিটিভি ক্যামেরার ফুটেজ ও গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে জাসদ, ছাত্রলীগ ও বিএনপির সমর্থকসহ ৬ আসামিকে গ্রেফতার করা হয়। সহিংসতার ঘটনায় দায়ের করা মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।
র্যাব-১১ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন ঢাকা পোস্টকে বলেন, সুমন বেগমগঞ্জ মডেল থানায় দায়ের করা মামলার এজহারভুক্ত আসামি। গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। তিনি চৌমুহনীর শ্রী রাধাকৃষ্ণ মন্দির, ইসকন মন্দির, শ্রীশ্রী রামঠাকুর চন্দ্রসহ বিভিন্ন মন্দিরে হামলার সঙ্গে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।
বিজ্ঞাপন
হাসিব আল আমিন/এমএসআর