দেশে এখন কেউ না খেয়ে থাকে না : হুইপ আতিক
জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক বলেছেন, দেশে এখন আর কেউ না খেয়ে থাকে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। তিনি ক্ষুধা ও দারিদ্রমুক্ত দেশ গড়ায় প্রতিশ্রুতিবদ্ধ।
শনিবার (৩০ অক্টোবর) দুপুরে শেরপুরে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
হুইপ আতিক আরও বলেন, শেরপুর একটি শান্তিপ্রিয় জেলা। এ জেলায় সরকার দলীয় সব নেতৃবৃন্দ পুলিশকে বিভিন্ন সহযোগিতা করে। তবে শেরপুর জেলার বিভিন্ন স্থানে জুয়া ও মাদক ভয়াবহ আকার ধারণ করেছে। এই দিনে পুলিশের প্রতি আমার অনুরোধ থাকবে জুয়া ও মাদক নির্মূলে জিরো টলারেন্সে আসা।
এর আগে ‘মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি’ এই স্লোগানকে সামনে রেখে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে শেরপুরে র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বেলা ১১টায় শিল্পকলা একাডেমি মিলনায়তনে এসে শেষ হয়। সেখানে জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশিং ফোরাম আলোচনা সভার আয়োজন করে।
বিজ্ঞাপন
পুলিশ সুপার মো. হাসান নাহিদ চৌধুরীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন কুমার পাল বলেন, দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে আওয়ামী লীগ সরকার ক্ষমতায়। আমরা সরকার দলীয় রাজনীতি করি। কিন্তু ক্ষমতার অপব্যবহার বা প্রভাব খাঁটিয়ে আমরা কখনো পুলিশকে বলি নাই কাকে ধরতে হবে, কাকে ছাড়তে হবে।
তিনি আরও বলেন, বর্তমানে পুলিশ অনেক আধুনিক, অনেক চৌকস। দেশসেবায় পুলিশকে আরও সজাগ দৃষ্টি রাখতে হবে।
সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মো. হাসান নাহিদ চৌধুরী বলেন, আমরা দেশসেবায় সর্বদা নিয়োজিত। জেলার যে কোনো বিষয়ে আমাদেরকে সহযোগিতা করুন। আপনারা যারা রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজ, জনপ্রতিনিধি আপনাদেরও কিছুটা দায়বদ্ধতা আছে। সকলের চেষ্টায় আমরা মাদক, জুয়া, ইভটিজিং, ধর্ষণ, চুরি ও ডাকাতিমুক্ত শেরপুর জেলা গড়তে পারব।
ডিআইও -১ জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন জেলা পরিষদের চেয়ারম্যান মো. হুমায়ুন কবির রুমান, জেলা প্রশাসকের প্রতিনিধি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তোফায়েল আহমেদ, শেরপুর পৌরসভার মেয়র আলহাজ গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, উপজেলা চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদ শেরপুর জেলা ইউনিটের সাবেক কমান্ডার আ.স.ম নুরুল ইসলাম হিরো, জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মাসুদ, সাধারণ সম্পাদক দেবাশীষ ভট্টাচার্য, উপজেলা সাধারণ সম্পাদক আলহাজ ফখরুল মজিদ খোকন প্রমুখ।
সভায় অন্যান্যের মধ্যে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন রহমান অমি, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনসুর আহাম্মেদ, জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. রেজাউল হক, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মেরাজ উদ্দিনসহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে আগত কমিউনিটি পুলিশিং ফোরামের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জাহিদুল খান সৌরভ/আরএআর