চেয়ারম্যান ও সদস্য প্রার্থীকে জরিমানা
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় ছোটভকলা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আমজাদ হোসেন ও সদস্য প্রার্থী আবদুর রহমানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১ নভেম্বর) রাতে তাদের উভয়কেই ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
বিজ্ঞাপন
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ছোট ভকলা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আমজাদ হোসেন তার নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে নৌকার বিলবোর্ড স্থাপন করে আলোকসজ্জা করেছেন, যা নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের মধ্যে পড়ে। তাই রাত ৯টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি মো. রফিকুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করে।
অন্যদিকে একই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী আবদুর রহমান রাত সাড়ে ৮টার পর তার সমর্থক ও লোকজন নিয়ে নির্বাচনী এলাকায় মিছিল ও শোডাউন করেন, যা নির্বাচনের আচরণবিধির লঙ্ঘনের মধ্যে পড়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকেও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
বিজ্ঞাপন
এ বিষয়ে বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আমজাদ হোসেন বলেন, আমার পোস্টারে কেউ আলোকসজ্জা করেছে কি না, বিষয়টি আমার জানা ছিল না। আমার প্রতিপক্ষ ষড়যন্ত্র করে এই কাজটা করতে পারে বলে আমি ধারণা করছি।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোয়ালন্দে ইউপি নির্বাচনে অনেকেই আচরণবিধি লঙ্ঘন করছে। কেউ পোস্টারে আলোকসজ্জা করেছে। আবার কেউ রাত ৮টার পর প্রচারণা চালাচ্ছে। তাই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা অভিযান পরিচালনা করছি।
মীর সামসুজ্জামান/এনএ