বাবার গাড়ির চাপায় ছেলের মৃত্যু
হবিগঞ্জে বাবার চালিত মাইক্রোবাসের চাপায় ওমর ফারুক নামে দেড় বছর বয়সী এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার নিজামপুর ইউনিয়নের শরিফাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ওমর ফারুক শরিফাবাদ গ্রামের আলমগীর মিয়ার ছেলে।
বিজ্ঞাপন
বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হক।
স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে আলমগীর বাড়ির উঠানে নিজের চালিত মাইক্রোবাস ঘোরাচ্ছিলেন। এ সময় অসাবধানতাবশত গাড়ির পেছনে এসে পড়ে ওমর ফারুক। তখন গাড়ির চাপায় সে গুরুতর আহত হয়। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মিথুন রায় জানান, শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। ধারণা করা হচ্ছে সে পথে মারা গেছে।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।
মোহাম্মদ নুর উদ্দিন/এনএ