কুমিল্লায় পূজামণ্ডপে পবিত্র কোরআন শরিফ রাখার ঘটনায় প্রধান অভিযুক্ত ইকবাল হোসেনসহ চারজনকে ৩ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। বুধবার (৩ নভেম্বর) বিকেল ৪টায় কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ১ নম্বর আমলি আদালতের বিচারক চন্দন কান্তি নাথের আদালত এ আদেশ দেন।

রিমান্ডের আসামিরা হলেন- প্রধান অভিযুক্ত ইকবাল, নগরীর দারোগাবাড়ি মাজারের দুই খাদেম ফয়সাল, হুমায়ুন এবং জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল দিয়ে জানানো ইকরাম।

বিষয়টি নিশ্চিত করেছেন আইনজীবী এপিপি রফিকুল ইসলাম হীরা।

তিনি বলেন, মামলার তদন্ত কর্মকর্তা ইকবালসহ চারজনকে ৫ দিনের রিমান্ড চেয়েছিল। আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। সিআইডি আদালতের নিকট রিভিউ চেয়ে ২০ কার্যদিবস পর এ রিমান্ডে জিজ্ঞাসাবাদের অনুমতি চান। তবে বিচারক এ আবেদন নামঞ্জুর করেন। আজ থেকে রিমান্ড কার্যকরে ব্যর্থ হলে আসামিদের কারাগারে প্রেরণের আদেশ দেন আদালত।

সিআইডি কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপার খান মো. রেজওয়ান বলেন, ইকবালসহ  চারজনকে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। তবে বিগত দিনের রিমান্ডে আসামিরা যেসব তথ্য দিয়েছে তা যাছাই-বাছাই করতে কিছুদিন সময় লাগবে। আমরা আদালতের নিকট ২০ দিন পর রিমান্ডে জিজ্ঞাসাবাদের রিভিউ করেছি। আপতত তাদের কারাগারে প্রেরণ করা হবে।

অমিত মজুমদার/আরআই