শিমুলিয়া-বাংলাবাজার রুটে ফেরি চলাচল বন্ধ
পারাপারের অপেক্ষায় যানবাহন
পদ্মা নদীতে ঘন কুয়াশার কারণে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। মঙ্গলবার (১৫ ডিসেম্বর) ভোর ৬টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) ফয়সাল আহমেদ।
তিনি বলেন, ভোরে কুয়াশা পড়ায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।
বিজ্ঞাপন
ঘাট কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, মাঝ পদ্মায় আটকা পড়েছে ৫টি ফেরি। ফেরি চলাচল না করায় শিমুলিয়া ঘাটে আটকে রয়েছে আড়াই শতাধিক পণ্য ও যাত্রীবাহী যানবাহন।
এসপি
বিজ্ঞাপন