যুক্তরাজ্যফেরত যাত্রীদের হোটেলে কোয়ারেন্টাইনে পাঠানো হয়

দ্বিতীয় পর্যায়ের করোনা সংক্রমণের মধ্যে যুক্তরাজ্য থেকে সিলেট আসা ২৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গত বৃহস্পতিবার (২১ জানুয়ারি) যুক্তরাজ্য থেকে সিলেট ফেরেন তারা। সিলেটের পাঁচটি হোটেলে তারা কোয়ারেন্টাইনে ছিলেন। 

সোমবার (২৫ জানুয়ারি) রাতে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার বি এম আশরাফ উল্যাহ তাহের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রোববার (২৪ জানুয়ারি) নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়। এরপর তাদের হোটেল থেকে খাদিমপাড়ার ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

জানা গেছে, গত বৃহস্পতিবার যুক্তরাজ্য থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন ১৫৭ যাত্রী। বিমানবন্দর থেকে তাদের সিলেটের বিভিন্ন হোটেলে চারদিনের জন্য কোয়ারেন্টাইনে পাঠানো হয়। রোববার তাদের সবার করোনা পরীক্ষা করা হলে ২৮ জনের করোনা শনাক্ত হয়। এর মধ্যে ১৫ জন হোটেল নূরজাহানে, পাঁচজন হোটেল ব্রিটানিয়ায়, চারজন হোটেল হলিগেটে, তিনজন হোটেল লা রোজে এবং একজন হোটেল হলি সাইডে কোয়ারেন্টাইনে ছিলেন। 

স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আনিসুর রহমান ঢাকা পোস্টকে বলেন, করোনা শনাক্ত প্রবাসীদের সব ধরনের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। তাদের সঙ্গে আসা অন্য প্রবাসীদের আবারও করোনা পরীক্ষা হবে। 

বাংলাদেশ বিমানের সিলেট অফিসের ম্যানেজার শাহনেওয়াজ মজুমদার জানান, প্রতি সোমবার ও বৃহস্পতিবার যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দর থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানের সরাসরি ফ্লাইট আসে। সোমবারও ১৪৩ জন এসেছেন। তাদের বিভিন্ন হোটেলে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। 

আরএআর