রাজবাড়ীতে ‘জেকা বাজার লিমিটেড’ নামে অবৈধ একটি এমএলএম কোম্পানি ২৫ হাজার গ্রাহকের কাছ থেকে ৫০ কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে জানা গেছে। বৃহস্পতিবার (৪ নভেম্বর) ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শরিফুল ইসলাম।

তিনি বলেন, রাজবাড়ীতে ‘জেকা বাজার লিমিটেড’ নামের একটি অবৈধ এমএলএম কোম্পানির ২৫ হাজার গ্রাহক রয়েছে। অধিক মুনাফার লোভে কিছু গ্রাহক ২০ লাখ টাকা পর্যন্ত এখানে বিনিয়োগ করেছেন। গড়ে ১ লাখ টাকা করে বিনিয়োগ ধরলেও প্রায় ৫০ কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়েছে গ্রাহকদের কাছ থেকে।

শরিফুল ইসলাম বলেন, জেকা বাজারে প্রতারণা করে বিভিন্ন পণ্যের বিজ্ঞাপন দিয়ে তা বিক্রি করা হতো। প্রতিষ্ঠানটির অফিসে থাকা সব পণ্যই নকল। এ সব পণ্যের উৎপাদনের তারিখ ও মেয়াদোত্তীর্ণের তারিখ কোনোটিই নেই। এমনকি বিএসটিআইয়ের অনুমোদনও নেই। এরা বিভিন্ন কোম্পানির মোড়ক লাগিয়ে নিম্নমানের পণ্য বিক্রি করে আসছিল। এ কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৪ ধারায় তাদের ২ লাখ টাকা জরিমানা করা হয়।

জেকা বাজারে বিনিয়োগ করা একাধিক গ্রাহক বলেন, আমরা কিস্তিতে ঋণ নিয়ে জেকা বাজারে বিনিয়োগ করেছি। টাকার বিনিময়ে তারা আমাদের একটা আইডি দিয়েছে। ওই আইডি থেকে প্রতিদিন ভিডিও দেখলে ভিডিও প্রতি আমরা ১০ টাকা করে পেতাম। এই পর্যন্ত আমরা প্রত্যেক মাসে ভালোই টাকা পেয়েছিলাম। মঙ্গলবার প্রতিষ্ঠানটি বন্ধ করে দেওয়া হয়। মনে হচ্ছে না প্রতিষ্ঠানটি আর খুলবে। এখন আমরা কিস্তির টাকা কীভাবে পরিশোধ করব? এখানে বিনিয়োগ করা অনেক মানুষই এখন ক্ষতিগ্রস্ত হবে।

এর আগে গত মঙ্গলবার (২ নভেম্বর) দুপুরে রাজবাড়ী শহরের পান্না চত্বরের নান্নু টাওয়ারে জেকা বাজার লিমিটেডের কার্যালয়ে অভিযান পরিচালনা করে রাজবাড়ী জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। ওই সময় বৈধ কাগজপত্র দেখাতে না পারায় প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়। এছাড়াও প্রতিষ্ঠানের ভেতরে থাকা পণ্য নকল হওয়ায়  তাদের ২ লাখ টাকা জরিমানা করা হয়।

মীর সামসুজ্জামান/আরএআর