কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার প্রার্থী কুদরত উল্লাহ সিকদার ও তার ভাই জহির ইসলাম সিকদারকে গুলি করে পালিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত পৌনে ১১টার দিকে লিংক রোড এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ কুদরত উল্লাহ ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে রয়েছেন। তার ভাই জহিরুল ইসলাম সিকদার জেলা শ্রমিক লীগের সভাপতি।

ঘটনার প্রত্যক্ষদর্শী শামসুল ইসলাম জানান, সিএনজিচালিত অটোরিকশায় করে আরেক মেম্বার প্রার্থী লিয়াকতের লোকজন এসে কুদরত উল্লাহর নির্বাচনী অফিসে অতর্কিত গুলি চালিয়ে পালিয়ে যায়। এ সময় মেম্বার প্রার্থী ও তার ভাই গুলিবিদ্ধ হন। তাদের কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) বিপুল চন্দ্র দে ঢাকা পোস্টকে বলেন, প্রতিপক্ষের গুলিতে দুজন গুলিবিদ্ধ হয়েছেন। ঘটনার পর পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হলেও এখন পুরোপুরি পুলিশের নিয়ন্ত্রণে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।

এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবিতে কক্সবাজার সদর হাসপাতাল চত্বরে বিক্ষোভ করছেন কুদরত উল্লাহ ও তার ভাইয়ের সমর্থকরা।

মুহিববুল্লাহ মুহিব/আরএইচ