কক্সবাজারের মহেশখালীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আলাউদ্দিন (২৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। শুক্রবার (০৫ নভেম্বর) রাত সোয়া ৯টার দিকে মহেশখালী উপজেলার কালারমারছড়ার ছামিরাঘোনা কালোর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

আলাউদ্দিন কালারমারছড়া ইউনিয়নের মোহাম্মদ শাহঘোনা এলাকার মৃত লেদু মিয়ার ছেলে। তিনি জলদস্যুতা ছেড়ে ২০১৮ সালে র‌্যাবের মধ্যস্থতায় স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করেছিলেন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২০ সালে একটি হত্যা মামলার আসামি আলাউদ্দিন দীর্ঘ দিন পর এলাকায় ফিরলে তাকে নজরদারিতে রাখে প্রতিপক্ষের লোকজন। শুক্রবার রাত সোয়া ৯টার দিকে কালারমারছড়ার ছামিরাঘোনা কালোর ব্রিজ এলাকায় পৌঁছালে তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে তাকে মুমূর্ষু অবস্থায় চকরিয়া হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন সহকারী পুলিশ সুপার (মহেশখালী-কুতুবদিয়া সার্কেল) জাহেদুল ইসলাম। তিনি জানান, আলাউদ্দিন নামে একজনতে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। প্রাথমিকভাবে পূর্ব শক্রতা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করছে পুলিশ। তবে আলাউদ্দিন একটি হত্যা মামলার পলাতক আসামি ছিলেন।

মুহিববুল্লাহ মুহিব/এসপি