ফাইল ছবি

জয়পুরহাটে প্রথম ধাপে ২৪ হাজার ডোজ করোনার টিকা আসবে। যাদের আগে টিকা দেওয়া হবে তাদের তালিকা প্রস্তুতের কাজ চলছে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. ওয়াজেদ আলী। মঙ্গলবার (২৬ জানুয়ারি) সকালে তিনি ঢাকা পোস্টকে এ তথ্য জানান। 

ডা. ওয়াজেদ আলী জানান, আগামী সপ্তাহে জয়পুরহাটে ২৪ হাজার ডোজ করোনার টিকা আসবে। ইতোমধ্যে টিকা সংরক্ষণের জন্য সিভিল সার্জন অফিসের নিজস্ব ভ্যাকসিন সংরক্ষণাগার প্রস্তুত করা হয়েছে। অ্যাপে আবেদনের মাধ্যমে টিকা দেওয়া হবে। যাদের আগে টিকা দেওয়া হবে তাদের তালিকা প্রস্তুতের কাজ চলছে।

তিনি আরও জানান, করোনা মোকাবিলায় প্রথম সারির যোদ্ধা চিকিৎসক, সেবিকা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গণমাধ্যমকর্মী, মুক্তিযোদ্ধা ও বয়স্ক মানুষেরা টিকা পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। এ ছাড়াও পরবর্তী ধাপে পর্যায়ক্রমে অন্য শ্রেণি-পেশার মানুষদের টিকা দেওয়া হবে।

জয়পুরহাট সিভিল সার্জন অফিসের সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট শ্যামল কুমার চট্টোপাধ্যায় বলেন, জয়পুরহাটে এখন পর্যন্ত ১৩ হাজার ৯০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তার মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এক হাজার ৩৪৭ জন। মারা গেছেন ১০ জন এবং সুস্থ হয়েছেন এক হাজার ৩০৯ জন।

চম্পক কুমার/আরএআর