বিদায় অনুষ্ঠান চলাকালীন এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা
চুয়াডাঙ্গা শহরের একটি স্কুল প্রাঙ্গণে বিদায় অনুষ্ঠান চলাকালে প্রকাশ্যে তন্ময় হাসান তপু নামে এক এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (৭ নভেম্বর) দুপুর ১২টার দিকে আল হেলাল ইসলামিয়া একাডেমির ভেতরে এ ঘটনা ঘটে।
নিহত তন্ময় হাসান তপু চুয়াডাঙ্গা পৌর এলাকার আব্দুল মজিদের ছেলে।
বিজ্ঞাপন
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একই স্কুলের এসএসসি পরীক্ষার্থী এক মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল তন্ময় হাসান তপুর। এ নিয়ে রোববার সকাল ৯টার দিকে প্রতিপক্ষের একজনের সঙ্গে তর্কাতর্কি হয় তপুর। পরে সে স্কুলের এসএসসির বিদায় অনুষ্ঠানে চলে যায়। পরে দুপুর ১২টার দিকে অনুষ্ঠান চলাকালে দুটি মোটরসাইকেলে তিনজন এসে দেশীয় অস্ত্র দিয়ে তপুকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে স্কুলের শিক্ষকসহ অভিভাবকরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে এ ঘটনার পর ওই স্কুলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যাকারীদের খুঁজতে পুলিশ অভিযান চালাচ্ছে।
বিজ্ঞাপন
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন বলেন, তন্ময় হাসান তপু নামে এক এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। প্রাথমিকভাবে শোনা যাচ্ছে প্রেমঘটিত কারণে তাকে হত্যা করা হয়েছে। হত্যাকারীদের আটক করতে জোর অভিযান অব্যাহত রয়েছে।
আফজালুল হক/এসপি/আরএআর