খুলনা মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের ১৩ সদস্যকে আটক করা হয়েছে। এরমধ্যে ১২ জন কিশোর ও একজন কিশোরী রয়েছে। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ও ধারালো চাকু জব্দ করা হয়।

পরে তাদের সমাজসেবা অধিদপ্তরের প্রভেশন কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে। সোমবার (০৮ নভেম্বর) র‌্যাব-৬ এর অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ মোসতাক আহমদ প্রেসব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন।  

তিনি জানান, সদর কোম্পানির অভিযানিক দল ৭ নভেম্বর খুলনা মহানগরীর পুরাতন স্টেশন রোড, ৭ নম্বর ফেরিঘাট ও নিরালা এলাকা থেকে একজন কিশোরী ও ১২ জন কিশোর অপরাধীকে আটক করা হয়েছে।

তারা মাদকাসক্ত হয়ে নানা ধরনের অপরাধে সম্পৃক্ত হয়। কিশোর অপরাধীদের সমাজসেবা অধিদপ্তরের প্রভেশন কর্মকর্তা নিগার সুলতানার কাছে হস্তান্তর করা হয়। র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

মোহাম্মদ মিলন/এমএসআর