এবার নরসিংদীর মেয়ে ফরাহ আহমেদের নাম যুক্ত হলো বাইডেন প্রশাসনে। বাংলাদেশি বংশোদ্ভূত এই নারী যুক্তরাষ্ট্রের কৃষি মন্ত্রণালয়ের অধীন পল্লী উন্নয়ন সচিবালয়ের আন্ডার সেক্রেটারি চিফ অব স্টাফ নিযুক্ত হয়েছেন। গত ২১ জানুয়ারি তাকে এ নিয়োগ দেওয়া হয়।

ফরাহ ওয়াইওর একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নরসিংদীর সন্তান ড. মতলুব আহমেদ ও ফেরদৌস আহমেদ দম্পতির মেয়ে। তিনি আনবিক কমিশনের সাবেক চেয়ারম্যান ড. বাতেন খানের নাতনি।

নানাবাড়ির সূত্রে ফারাহ আহমেদের গ্রামের বাড়ি নরসিংদীর পলাশে। তবে তারা সপরিবার যুক্তরাষ্ট্রে বসবাস করছেন।

ফারাহ কর্নেল ইউনিভার্সিটি থেকে স্নাতক শেষ করার পর প্রিন্সটন ইউনিভার্সিটি থেকে স্নাতকোত্তর হন। তিনি কনজ্যুমার এডুকেশনের সিনিয়র প্রোগ্রাম কো-অর্ডিনেটর এবং কনজ্যুমার ফিন্যান্সিয়াল প্রটেকশন ব্যুরো চিফ অপারেটিং অফিসারের সিনিয়র অ্যাডভাইজার হিসেবে কাজ করেছিলেন।

এর আগে আরেক বাংলাদেশি আমেরিকান জাইন সিদ্দিক হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফের সিনিয়র অ্যাডভাইজার নিয়োগপ্রাপ্ত হন। ময়মনসিংহের নান্দাইল উপজেলায় তার পৈতৃক বাড়ি।

উল্লেখ্য, ফারাহ আহমেদের দাদার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। নানাবাড়ির সূত্রে তারা নরসিংদীর জেলার।

রাকিবুল ইসলাম/এনএ