বয়সের ভারে চলাফেরা করতে পারেন না। লাঠি তার সঙ্গী। নিতে হয় অন্যেরও সাহায্য। তাইতো অন্যের সাহায্য নিয়ে ভোট দিতে এসেছেন ইছাতন বেওয়া। তিনি বলেন, খুবই ভালো লাগ‌ছে নি‌জের ভোট নিজে দেবো বলে।

টাঙ্গাইলে বৃহস্প‌তিবার (১১ ন‌ভেম্বর ) সকাল ৮টা থে‌কে ভোটগ্রহণ শুরু হ‌য়ে‌ছে। ভোট শুরু হওয়ার আগে থে‌কেই ভোটাররা ভোটা‌ধিকার প্রয়োগ কর‌তে কে‌ন্দ্রে সা‌রিবদ্ধভা‌বে দাঁড়িয়ে আছেন।

স‌রেজ‌মি‌নে সখীপুর উপ‌জেলার বহু‌রিয়া ইউ‌নিয়‌নের কা‌লিদাস প‌শ্চিমপাড়া দা‌খিল মাদরাসা কে‌ন্দ্রে দেখা গে‌ছে, ভোট শুরু হওয়ার আ‌গেই অ‌ধীর আগ্রহ নি‌য়ে ভোটাররা সা‌রিবদ্ধভা‌বে দাঁড়ি‌য়ে আ‌ছেন। পুুরু‌ষের পাশাপা‌শি নারী ভোটার‌দের উপ‌স্থি‌তিও চোখে পড়ার মতো।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, জেলার দেলদুয়ার, ধনবাড়ি ও সখীপুর উপজেলার ১৫ ইউনিয়ন পরিষদে নির্বাচন হচ্ছে। এর মধ্যে দেলদুয়ারের সাত ইউপিতে চেয়ারম্যান পদে ৪৪ জন, ধনবাড়ির সাত ইউনিয়নে ২১ জন ও সখীপুরের চার ইউনিয়নে ১২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ধনবাড়ি উপজেলার বীরতারা, বলিভদ্র ও মুশুদ্দি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের তিনজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা এএইচএম কামরুল হাসান বলেন, নির্বাচন সুষ্ঠু করতে সবধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। তিন ইউনিয়নে চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ফলে ওই ইউপিগুলোতে চেয়ারম্যান পদে নির্বাচন না হলেও সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। জেলায় এখন পর্যন্ত কোনো অপ্রী‌তিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

অভিজিৎ ঘোষ/এসপি