মহিউদ্দিন আহমেদ বাবু

কুমিল্লায় পূজামণ্ডপে পবিত্র কোরআন শরিফ রাখার ঘটনায় উসকানিদাতা সন্দেহে গ্রেফতার কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মনিরুল হক সাক্কুর ব্যক্তিগত সচিব (পিএস) মহিউদ্দিন আহমেদ বাবুর  পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার ( ১১ নভেম্বর ) দুপুর দেড়টার দিকে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট- ১ নম্বর আমলি আদালতের বিচারক চন্দন কান্তি নাথ এ রিমান্ড মঞ্জুর করেন। 

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আন্ওয়ারুল আজিম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বাবুর বিরুদ্ধে ভাঙচুর ও নাশকতার অভিযোগে দুটি মামলা হয়েছে। এর মধ্যে একটি মামলায় আদালতের কাছে সাতদিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। আদলত পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

উল্লেখ্য, গত শনিবার (৬ নভেম্বর) গভীর রাতে রাঙ্গামাটি জেলার সাজেকের একটি রিসোর্ট থেকে মইনুদ্দিন আহমেদ বাবুকে গ্রেফতার করা হয়। পরদিন  তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। 

অমিত মজুমদার/আরএআর