প্রেমিকার কাছে ভাড়া চাওয়ায় অটোরিকশা চালককে হত্যার চেষ্টা
লক্ষ্মীপুরে নিজ নিজ প্রেমিকাকে নিয়ে দিনভর অটোরিকশায় ঘুরে ভাড়া না দিয়েই কৌশলে প্রেমিক ইমন হোসেন ও মো. শুভ সটকে পড়েন। পরে অটোরিকশা চালক আমির হোসেন ভাড়ার জন্য তাদের প্রেমিকাদের বাড়ির সামনে যান। ভাড়া চাইলে তারা তাদের প্রেমিকদের বিষয়টি জানান। এতে প্রেমিকরা চালককে মোবাইল ফোনে শহরে ডেকে নেন।
একপর্যায়ে ইমন ও শুভ টাকা দেওয়ার কথা বলে আমিরকে সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের খামার বাড়িতে নিয়ে যান। সেখানে পরিত্যক্ত একটি বিল্ডিংয়ে ১০-১২ জন যুবক তাকে বেধড়ক মারধর করেন। এ সময় ছুরি দিয়ে তাকে জবাই করে হত্যার চেষ্টা করা হয়। পরে আমির সবার হাত-পা ধরে প্রাণভিক্ষা চান। ঘটনাটি কাউকে না জানানোর হুমকি দিয়ে তারা আমিরকে শহরে নামিয়ে দিয়ে যান।
বিজ্ঞাপন
এ ঘটনায় শুক্রবার (১২ নভেম্বর) বিকেলে লক্ষ্মীপুর সদর মডেল থানায় ইমন ও শুভর নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১২ জনের বিরুদ্ধে ভুক্তভোগী আমির লিখিত অভিযোগ দিয়েছেন। তিনি লক্ষ্মীপুর পৌরসভার সমসেরাবাদ এলাকার মৃত সফিকুল ইসলামের ছেলে ও ব্যাটারিচালিত অটোরিকশা চালক।
এর আগে গতকাল বৃহস্পতিবার (১১ নভেম্বর) সন্ধ্যায় আমিরকে হত্যাচেষ্টা করা হয়। এ সময় তার মুঠোফোন ও ৮০০ টাকা ছিনিয়ে নেওয়া হয়। খবর পেয়ে স্বজনরা তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন। ৪ নভেম্বর প্রেমিকাদের নিয়ে রিকশায় ঘুরেন অভিযুক্ত দুই প্রেমিক।
বিজ্ঞাপন
অভিযুক্ত ইমন সমসেরাবাদ এলাকার রশিদ ডাক্তারের ছেলে ও শুভ একই এলাকার বাসিন্দা।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাটির তদন্ত চলছে। জড়িতদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
হাসান মাহমুদ শাকিল/আরএআর