এসএসসির প্রথম দিনে রাজশাহী বোর্ডে অনুপস্থিত ৪৬৩ পরীক্ষার্থী
এবারের এসএসসি পরীক্ষার প্রথম দিনে রাজশাহী বোর্ডে অনুপস্থিত ৪৬৩ জন পরীক্ষার্থী। আজ রোববার অনুষ্ঠিত পদার্থ বিজ্ঞান (তত্ত্বীয়) পরীক্ষায় অংশ নেয়নি এরা। তবে পরীক্ষায় শৃঙ্খলা বর্হিভূত কোনো কর্মকাণ্ড নেই। ঘটেনি কোনো অপ্রীতিকর ঘটনাও। স্বাস্থ্যবিধি মেনেই পরীক্ষায় অংশ নিচ্ছে পরীক্ষার্থীরা।
রোববার (১৪ নভেম্বর) সন্ধ্যায় রাজশাহী বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, রাজশাহী শিক্ষাবোর্ডের অধীনে ২৬৮টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
এদিন মোট ৭৯ হাজার ৮৮৬ জন পরীক্ষার্থী অংশ নেওয়ার কথা ছিল। তবে পরীক্ষায় বসেছে ৭৯ হাজার ৪২৩ জন। প্রথম দিনেই অনুপস্থিত ৪৬৩ জন। অনুপস্থিতির হার দশমিক ৫৮ শতাংশ।
প্রথম দিন সব থেকে বেশি সংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত ছিল বগুড়ার ৪১ কেন্দ্রে ৯৬ জন। এ ছাড়া নওগার ৩৯ কেন্দ্রে ৮৬, সিরাজগঞ্জের ৪৬ কেন্দ্রে ৭৬, রাজশাহীর ৫২ কেন্দ্রে ৬৪ জন, পাবনার ৩১ কেন্দ্রে ৫৬, চাঁপাইনবাবগঞ্জের ১৬ কেন্দ্রে ৩০ জন, নাটোরের ২৬ কেন্দ্রে এবং ২৮ জয়পুরহাটের ১৭ কেন্দ্রে ২৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
বিজ্ঞাপন
পরীক্ষা নিয়ন্ত্রকের দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, এ বছর রাজশাহী শিক্ষাবোর্ডের আওতায় সবমিলিয়ে পরীক্ষায় বসছে ২ লাখ ৭ হাজার ৫৬৮ জন পরীক্ষার্থী। এর মধ্যে ১ লাখ ৮ হাজার ৯১৬ জন ছাত্র এবং ৯৮ হাজার ৬৫২ জন ছাত্রী। বিভাগের আট জেলার ২৬৮ কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এবারের পরীক্ষায় নিয়মিত পরীক্ষার্থী রয়েছে ১ লাখ ৮৭ হাজার ৫৪৫ জন। এ ছাড়া ১৯ হাজার ৭৬১ জন অনিয়মিত এবং ২৬২ জন মানোন্নয়ন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। তবে পরীক্ষার আগেই ঝরে পড়ল রাজশাহী বিভাগের ১১ দমমিক ৬২ শতাংশ শিক্ষার্থী।
এ বছর বিজ্ঞান বিভাগ থেকে অংশ নিচ্ছে ৮১ হাজার ২২৪ জন। এ ছাড়া মানবিক বিভাগ থেকে ১ লাখ ১৪ হাজার ৭২৫ এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ১১ হাজার ৬১৯ জন পরীক্ষার্থী রয়েছে।
সবগুলো বিষয়ে পরীক্ষায় অংশ নিচ্ছে এবার ১ লাখ ৯১ হাজার ৬৬৫ জন। এ ছাড়া এক বিষয়ে ১৩ হাজার ৮১৭ জন, দুই বিষয়ে ১ হাজার ৭৬৯ জন, তিন বিষয়ে ২৬০ জন এবং চার বিষয়ে ৫৭ জন পরীক্ষায় অংশ নিচ্ছে।
ফেরদৌস সিদ্দিকী/আরআই