রাজবাড়ীতে আ.লীগ নেতা হত্যা মামলায় ৫ জন গ্রেফতার
রাজবাড়ী সদর উপজেলার বানিবহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাবেক চেয়ারম্যান ও চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুল লতিফকে (৫৭) হত্যার একদিন পর তার স্ত্রী বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় ৮ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ৪/৫ জনের নামে মামলা করেন।
মামলা দায়ের করার পর পুলিশ রাজবাড়ী সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫ জন আসামিকে গ্রেফতার করেছে।
বিজ্ঞাপন
রোববার (১৪ নভেম্বর) গ্রেফতারের বিষয়টি সন্ধ্যায় ঢাকা পোস্টকে নিশ্চিত করেন মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) হিরণ কুমার বিশ্বাস।
গ্রেফতাররা হলেন, সদর উপজেলার বানিবহ ইউনিয়নের বানিবহ গ্রামের বাসিন্দা ও সাবেক চেয়ারম্যান মৃত হাবিবুর রহমান হবির ছেলে মোর্শেদ (৩৫), একই গ্রামের আবুল হোসেনের ছেলে সীমান্ত (২৫), ঘিমোড়া গ্রামের হাসেম মোল্লার ছেলে মনির মোল্লা (৩৫), বার্থা গ্রামের আহন আলী মুন্সীর ছেলে ইসমাইল মুন্সি (৫৮) এবং বৃচাত্রা গ্রামের জুবায়েরের ছেলে জাকারিয়া (২৬)।
বিজ্ঞাপন
মামলার অপর ৩ আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন উপ-পরিদর্শক হিরণ কুমার বিশ্বাস।
উপ-পরিদর্শক (এসআই) হিরণ কুমার বিশ্বাস ঢাকা পোস্টকে বলেন, নিহতের স্ত্রী মামলা দায়ের করার পর তদন্তেরভার আমার ওপর দেওয়া হয়। পরে আমি রাজবাড়ী সদর উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে মামলার ৫ আসামিকে গ্রেফতার করি। অপর ৩ আসামিকে গ্রেফতারে অভিযান অব্যহত রয়েছে।
তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে একটি ইন্ডিয়ান পিস্তলের গুলির খোসা উদ্ধার করা হয়েছে।
মীর সামসুজ্জামান/আরআই