চন্দ্র মহল ইকোপার্ক থেকে ৪৩টি বন্য প্রাণী উদ্ধার
বাগেরহাট সদর উপজেলার রণজিতপুরে অবস্থিত চন্দ্র মহল ইকোপার্ক থেকে ১৬ প্রজাতির ৪৩টি বন্য প্রাণী উদ্ধার করা হয়েছে। সোমবার (১৫ নভেম্বর) দুপুরে বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ এবং র্যাব-৬ যৌথ অভিযান চালিয়ে এসব বন্য প্রাণী উদ্ধার করে।
এ সময় আইনবহির্ভূতভাবে বন্য প্রাণী সংরক্ষণের অপরাধে চন্দ্র মহল ইকোপার্কের ব্যবস্থাপক মোহাম্মাদ আলী চাকলাদারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বিজ্ঞাপন
জব্দকৃত বন্যপ্রাণীর মধ্যে ১টি কুমির, ২টি চিত্রাহরিণ, ১টি হনুমান, ৫টি বানর, ১টি ময়ূর, ২টি উঠপাখি, অস্ট্রলিয়ান ঘুঘু ৫টি, ২টি কচ্ছপ, বক ৭টি ও ২টি মাছমুতাল পাখি রয়েছে। এছাড়াও ৬টি হরিণের শিং, ৬টি চামড়া, ১টি ভাল্লুকের চামড়া, ১টি ক্যাঙ্গারুর চামড়া ও ১টি তিমির কঙ্কাল জব্দ করেছেন র্যাব-৬ এর সদস্যরা।
জব্দকৃত এসব প্রাণী বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিজ্ঞাপন
এ সময় র্যাব-৬ এর কোম্পানি কমান্ডার পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম, নির্বাহী ম্যাজিট্রেট নুরই আলম সিদ্দিকী, বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ খুলনার বন্য প্রাণী ও জীব বৈচিত্র সংরক্ষণ কর্মকর্তা তন্ময় আচার্য, পরিদর্শক রাজু আহমেদ উপস্থিত ছিলেন।
র্যাব-৬ এর কোম্পানি কমান্ডার পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম, বন্য প্রাণী রক্ষা করতে র্যাব বদ্ধপরিকর। এর অংশ হিসেবে বাগেরহাটের চন্দ্র মহল ইকোপার্কে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ১৬ প্রজাতির ৪৩টি বন্য প্রাণী উদ্ধার করে বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। ভবিষ্যতেও র্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তানজীম আহমেদ/আরএআর