হজরত শাহজালাল বিমানবন্দর থে‌কে উদ্ধার হওয়া বোমা‌

হজরত শাহজালাল বিমানবন্দর থে‌কে উদ্ধার হওয়া আড়াইশ কে‌জি ওজ‌নের দ্বিতীয় বোমা‌টি টাঙ্গাই‌লের মধুপু‌রে নিষ্ক্রিয় করা হ‌য়ে‌ছে। 

মঙ্গলবার (১৫ ডি‌সেম্বর) সকাল সা‌ড়ে ১০টার দি‌কে মধুপু‌রের রসুলপুর ফায়া‌রিং রে‌ঞ্জে এ‌টি নিষ্ক্রিয় করা হয়।

এর আগে সোমবার (১৪ ডি‌সেম্বর) হজরত শাহজালাল বিমানবন্দ‌রে নির্মাণাধীন তৃতীয় টার্মিনালে মাটি খোঁড়ার সময় ২৫০ কে‌জি ওজ‌নের বোমা‌টি উদ্ধার করা হয়।

মধুপুর ফায়ার সা‌র্ভিসের স্টেশন অ‌ফিসার দে‌লোয়ার হো‌সেন ব‌লেন, বিমানবন্দ‌রে উদ্ধার হওয়া বোমা‌টি মধুপুরের রসুলপুর ফায়ারিং রে‌ঞ্জে আনা হয়। প‌রে সকাল সা‌ড়ে ৮টা থে‌কে এ‌টি নি‌ষ্ক্রিয় কর‌তে কাজ শুরু করা হয়। এরপর সকাল সা‌ড়ে ১০টায় বোমা‌টি নি‌ষ্ক্রিয় করা হয়।

দে‌লোয়ার হো‌সেন ব‌লেন, বোমা নি‌ষ্ক্রিয় কর‌তে ছয় ফুট গর্ত করে বালুর বস্তা দেয়া হ‌য়ে‌ছিল। প‌রে এটি বিকট শ‌ব্দে বিস্ফোরণ হয়। এতে মা‌টির নি‌চে প্রায় ২০ ফুট গভীর হয় এবং ৬০-৭০ ফুট ওপ‌রে উ‌ঠে বিকট শব্দ হয়।

এ সময় রসুলপুর ফায়ার রে‌ঞ্জের ফায়া‌রিং ক‌্যাম্প কমান্ডার মো. আলম, ল‌্যান্স ক‌র্পোরাল জু‌য়েল রানাসহ বিমানবা‌হিনীর ঊধ্বর্তন কর্মকর্তারা উপ‌স্থিত ছি‌লেন।

গত বৃহস্প‌তিবার (১০ ডি‌সেম্বর) ঢাকার হজরত শাহজালাল বিমানবন্দর থে‌কে উদ্ধার হওয়া প্রথম বোমা‌টিও মধুপুরের রসুলপুর ফায়া‌রিং রে‌ঞ্জে নি‌ষ্ক্রিয় করা হয়। 

এএম