মাদক থেকে দূরে সরাতে যুবসমাজকে খেলাধুলায় আসতে হবে
চাঁদপুরে অনূর্ধ্ব-১৯ আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৩ নভেম্বর) সকাল ১০টায় চাঁদপুর স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক (ডিসি) অঞ্জনা খান মজলিশ।
এ সময় জেলা প্রশাসক বলেন, ১৬ ডিসেম্বর আমাদের বিজয় উৎসব। আর এই বিজয় উৎসব ঘিরে চাঁদপুরে চমৎকার আয়োজন পরিচালনা করা হচ্ছে। মহামারি করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন চাঁদপুরে খেলাধুলা হয়নি। বর্তমানে করোনা সংক্রমণের হার কমে গেছে।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, এখন পূর্বের খেলাধুলাগুলো চলমান রাখা হবে। খেলার মাধ্যমে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। সুস্থ থাকার জন্য খেলাধুলা প্রয়োজন। কাবাডি খেলাটি জাতীয় মানের খেলা কিন্তু বিভিন্ন কারণে এই খেলাটি একটু আড়ালে চলে গেছে।
বিজ্ঞাপন
ডিসি অঞ্জনা খান মজলিশ বলেন, মোবাইল-মাদকদ্রব্য-কিশোরগ্যাং থেকে দূরে সরাতে যুবসমাজকে খেলাধুলার মধ্যে রাখতে হবে। আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি প্রতিযোগিতায় আপনারা সুন্দর একটি খেলা উপহার দেবেন এমটাই আমাদের প্রত্যাশা।
চাঁদপুরের পুলিশ সুপার মো. মিলন মাহমুদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও ফরিদ্গঞ্জ উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান ও চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী।
জেলার ৮টি উপজেলার অংশগ্রহণে এ বছর প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হচ্ছে। উদ্বোধনী খেলায় মতলব উত্তর উপজেলাকে হারায় শাহরাস্তি উপজেলা। চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু উদ্বোধনী অনুষ্ঠানটি পরিচালনা করেন।
উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) মঈনুল ইসলাম, জেলা ক্রীড়া অফিসার তরিকুল ইসলাম, চাঁদপুর চেম্বার অব কমার্সের সভাপতি সুভাষ চন্দ্র রায়, সহ-সভাপতি তমাল ঘোষ, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সম্পাদক মোহাম্মদ আলী জিন্নাহ, নাজিরপাড়া ক্রীড়া চক্রের সম্পাদক শরীফ আশরাফুল হক।
শরীফুল ইসলাম/এমএসআর