কুমিল্লায় জোড়া খুনের ২৪ ঘণ্টায়ও হয়নি মামলা
কাউন্সিলর সৈয়দ মো. সোহেল ও তার সহযোগী হরিপদ সাহা
কুমিল্লা সিটি করপোরেশনের ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ মো. সোহেল ও তার সহযোগী হরিপদ সাহাকে গুলি করে হত্যার ২৪ ঘণ্টা পার হলেও থানায় কোনো মামলা করা হয়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।
তবে মঙ্গলবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় পাশের ১৬ নম্বর ওয়ার্ডের সংরাইশ এলাকা থেকে অস্ত্র, গুলি, ককটেল ও কালো জামা উদ্ধার করেছে পুলিশ।
বিজ্ঞাপন
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সোহান সরকার বলেন, আমরা ধারণা করছি কাউন্সিলর হত্যাকাণ্ডে এসব অস্ত্র ব্যবহার করা হয়েছে। এগুলো পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার কাজী আব্দুর রহিম (অর্থ ও প্রশাসন) জানান, ঘটনার পর থেকে হামলাকারীদের গ্রেফতারে অভিযান চলছে। এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। নিহতদের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
বিজ্ঞাপন
নিহত কাউন্সিলর সোহেলের ছেলে হাফেজ মো. নাদিম বলেন, আমরা মানসিকভাবে ভেঙে পড়েছি। তাই মামলা করতে দেরি হচ্ছে। মামলার প্রস্তুতি চলছে।
প্রসঙ্গত, গতকাল সোমবার (২২ নভেম্বর) বিকেল ৪টার দিকে কুমিল্লা সিটি করপোরেশনের ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ মো. সোহেল নিজ ব্যবসা প্রতিষ্ঠানে বসে ছিলেন। এ সময় দুর্বৃত্তদের গুলিতে কাউন্সিলর সোহেল ও তার সহযোগী হরিপদ সাহা নিহত হন। এ ঘটনায় চারজন গুলিবিদ্ধ হয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
অমিত মজুমদার/আরএআর