আরএমপির ট্রাফিক বিভাগে বডি ওর্ন ক্যামেরা চালু
রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) ট্রাফিক বিভাগে সংযুক্ত হয়েছে বডি ওর্ন ক্যামেরা। পুলিশ সার্জেন্টদের ৮০টি ক্যামেরা দিয়ে প্রথমবারেরমত এই কার্যক্রম শুরু হয়েছে।
মঙ্গলবার (২৩ নভেম্বর) দুপুরের দিকে নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে নগর পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন।
বিজ্ঞাপন
এ সময় অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মজিদ আলী ও উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) সাজিদ হোসেন, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) অনির্বান চাকমা প্রমুখ উপস্থিত ছিলেন।
আরএমপি কমিশনার বলেন, প্রথমবারের মতো ট্রাফিক বিভাগকে ৮০টি ক্যামেরা দিয়ে এই কাজ শুরু করা হলো। এই বডি ওর্ন ক্যামেরাতে দূর্ঘটনা, আইনশৃঙ্খলাসহ আশপাশের সব দৃশ্য ধারণ করা থাকে।
বিজ্ঞাপন
পুলিশের পাশাপাশি এর সুফল পাবে সাধারণ জনগণও। পর্যায়ক্রমে থানা-ফাঁড়িতে দায়িত্বরত পুলিশ সদস্যদের বডি ওর্ন ক্যামেরা দেওয়া হবে বলে জানান কমিশনার।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত-সমৃদ্ধ দেশে পরিণত করার লক্ষে এগিয়ে যাচ্ছেন। উন্নত-সমৃদ্ধ বাংলাদেশের পুলিশ হিসেবে গড়ে তুলতে আইজিপি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
উন্নত দেশের পুলিশের মতো এই বডি ওর্ন ক্যামেরা সংযোজনের মধ্যে দিয়ে প্রযুক্তিগত কার্যক্রমে আরএমপি আরও এক ধাপ এগিয়ে গেল। এতে পুলিশের কাজে জবাবদিহিতা ও স্বচ্ছতা আসবে। সেই সাথে পুলিশের বিরুদ্ধে আসা অভিযোগ তদন্তে সহায়তা করবে এই ক্যামেরা।
নগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) অনির্বান চাকমা জানান, প্রতিটি ক্যামেরা ৪০ মেগা পিক্সেল। একবার চার্জ দিয়ে ১২ ঘণ্টার অধিক সময় ফুল এইচডি ভিডিও রেকর্ডিং করা যাবে।
৩৬০ ডিগ্রী ঘুরানো যাবে এই ক্যামেরা। ওয়াই-ফাই ৩জি, ৪জি ও জিপিএস প্রযুক্তির মাধ্যমে সরাসরি যেকোনো স্থানে বসেই সবকিছু তদারকি করা যাবে এই ক্যামেরাতে।
আরএমপির সার্জেন্ট তৌহিদুল ইসলাম জানান, বডি ওর্ন ক্যামেরা নিয়ে তার কাজ করার অভিজ্ঞতা রয়েছে। অনেক সময় গাড়ির কাগজপত্র চাইলে, মামলা করতে গেলে চালকেরা কর্মরত পুলিশের সাথে খারাপ ব্যবহার এবং অনেক সময় অনৈতিক লেনদেনের অভিযোগ করেন। বডি ওর্ন ক্যামেরা থাকলে বিষয়টি স্পষ্ট করার সুযোগ থাকবে। পরবর্তীতে কেউ কিছু অস্বীকার করতে পারবে না। যার ফলে অনেক ঝামেলা কমে আসবে।
ফেরদৌস সিদ্দিকী/আরআই