সমান ভোটের কারণে পুনঃভোট, আবার হাড্ডাহাড্ডি লড়াই
জয়ী প্রার্থী আনোয়ার হোসেন
ফরিদপুরের নগরকান্দার ফুলসুতী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে গত ১১ নভেম্বর অনুষ্ঠিত দ্বিতীয় ধাপের নির্বাচনে দুই সাধারণ সদস্য পদপ্রার্থী ৩২৪টি করে সমান ভোট পাওয়ায় ওই পদে বুধবার (২৪ নভেম্বর) আবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
এতে আনোয়ার হোসেন ফুটবল প্রতীক নিয়ে মাত্র ৭ ভোটের ব্যবধানে তার এক মাত্র প্রতিদ্বন্দ্বী ফজলুল হক হারুনকে (মোরগ প্রতীক) পরাজিত করে সাধারণ সদস্য নির্বাচিত হয়েছেন। জয়ী ফুটবল প্রতীকের আনোয়ার হোসেন পেয়েছেন ৩৫৪ ভোট এবং পরাজিত মোরগ প্রতীকের ফজলুল হক হারুন পেয়েছেন ৩৪৭ ভোট।
বিজ্ঞাপন
বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নগরকান্দার ফুলসূতি ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের কেন্দ্র কাউয়াখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
নগরকান্দা উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, দ্বিতীয় ধাপে গত ১১ নভেম্বর নগরকান্দা উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এর মধ্যে ফুলসুতি ইউনিয়নের ৭নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে দুজন প্রার্থী নির্বাচনে অংশ নেন। কাওয়াখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই প্রার্থী সমান ৩২৪টি ভোট পান। তাই ফলাফল স্থগিত ঘোষণা করে নির্বাচন কমিশন পুনরায় ভোট গ্রহণের জন্য ২৪ নভেম্বর ঘোষণা করলে আজ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
আনোয়ার হোসেন বলেন, আমরা দুজনই এই ওয়ার্ডে মেম্বার (সদস্য) পদে নির্বাচনে অংশ নিয়েছিলাম। ভাগ্য খারাপ হওয়ায় সমান ভোট পাই। তবে আমার বিশ্বাস ছিল আমি জিতব।আজ হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাধ্যমে মাত্র ৭ ভোটের ব্যবধানে জনগণ আমাকে নির্বাচিত করেছেন।
দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা শেখ তানভীর আখতার বলেন, ফুলসুতির ৭ নং ওয়ার্ডে সমান ভোট পাওয়ায় বুধবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ফুটবল প্রতীকের আনোয়ার হোসেন ৩৫৪ ভোট পেয়ে ৭ ভোটের ব্যবধানে জয়ী হন।
জহির হোসেন/এনএ