গ্যাস লাইন ফেটে দগ্ধ চা দোকানির মৃত্যু
ফাইল ছবি
সিলেটের টুকেরবাজারে গ্যাস লাইন ফেটে আগুন লাগার ঘটনায় আহত সাইদ আহমদ ফকিরের (৪০) মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সকাল ৭টার দিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সাইদ আহমদ ফকির সিলেট সদর উপজেলার টুকেরগাঁওয়ের সুনমান আলীর ছেলে।
বিজ্ঞাপন
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক হিমাংশু লাল রায় বলেন, সাইদ আহমদের শরীর আগুনে ঝলসে গিয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল ৭টায় তার মৃত্যু হয়।
এদিকে, সাইদ আহমদের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে সিলেট সদর উপজেলার টুকেরবাজারে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করেন স্থানীয়রা। মঙ্গলবার সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা।
বিজ্ঞাপন
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অকিল উদ্দিন আহমদ জানান, জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ ও ব্রিজ কন্ট্রেক্টারের অবহেলাকে দায়ী করে বিক্ষোভ করেন স্থানীয় বাসিন্দারা। পরে আমরা তাদের বুঝিয়ে সরিয়ে দেই।
রোববার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে টুকেরবাজারের সিলেট-সুনামগঞ্জ সড়কের পাশে গ্যাস লাইন ফেটে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট স্থানীয়দের সহায়তায় রাত সাড়ে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় সাইদ আহমদ ফকির আহত হন। পরে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সিলেট জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসের সিনিয়র স্টেশন অফিসার এসএম হুমায়ুন কার্নায়েন জানান, সড়ক সংস্কারের সময় গ্যাস লাইন ফেটে যায়। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাস্তার পাশে সাইদ আহমদ ফকির তার দোকনে আগুন জ্বালানোর সময় চারদিকে আগুন ছড়িয়ে পড়ে। গুরুতর আহত হয় সাইদ আহমদ ফকির।
এসপি