পটুয়াখালীতে অভিযান চালিয়ে ১০ মণ জাটকা ইলিশ জব্দ

পটুয়াখালীতে দশ মণ জাটকা ইলিশসহ তিন মাছ বিক্রেতাকে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) বেলা ১১টায় শহরের হেতালিয়া বাধ ঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পরে জব্দ করা মাছগুলো ১০টি এতিমখানায় বিতরণ করা হয়। অভিযান পরিচালনা করেন পটুয়াখালীর সহকারী কমিশনার (ভূমি ) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীন মাহমুদ। এ সময় পটুয়াখালী নৌ পুলিশের সাব-ইন্সপেক্টর আরিফুল ইসলাম উপস্থিত ছিলেন। 

আটকরা হলেন- আমিরুল ইসলাম (৩১), আব্দুর রহিম (৬০) ও আব্দুর রাজ্জাক মিরা (৬২)। 

পটুয়াখালীর সহকারী কমিশনার (ভূমি ) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীন মাহমুদ বলেন, অভিযান পরিচালনাকালে ২৩ সেন্টিমিটারের (৯ ইঞ্চি) ছোট সাইজের ৩৯৩ কেজি (প্রায় ১০ মণ) জাটকা উদ্ধার করা হয়। 

এ সময় মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ অনুযায়ী তিন বিক্রেতাকে তিন হাজার টাকা করে জরিমানা দিয়ে ছেড়ে দেওয়া হয়। আটক জাটকা ইলিশের আনুমানিক বাজার মূল্য ৮০ হাজার টাকা। পরে উদ্ধার করা জাটকা ১০টি এতিমখানায় বিতরণ করা হয়। ইলিশ রক্ষা ও জাটকা নিধনরোধে এমন অভিযান অব্যাহত থাকবে।

মহিব্বুল্লাহ্ চৌধুরী/এসপি