সংবাদ সম্মেলনে বিএনপির মেয়র প্রার্থী মো. অলিউর রহমান

মৌলভীবাজার পৌরসভা নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী মো. অলিউর রহমান বলেছেন, মৌলভীবাজার পৌরসভায় অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের বিন্দুমাত্র পরিবেশ নেই। আগামী ২৪ ঘণ্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতারের মাধ্যমে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করার জোর দাবি জানাচ্ছি।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান। এ সময় জেলা বিএনপির সহ-সভাপতি ফয়জুল করিম ময়ুন ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানসহ জেলার সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে অলিউর রহমান বলেন, গতকাল আমাদের জনসংযোগ চলাকালে সেখানে চিহ্নিত সন্ত্রাসী শিমুল, রনি, মাহবুব ও আমিনের নেতৃত্বে তিনটি মোটরসাইকেল ঢোকার চেষ্টা করে। পরবর্তীতে শাহমোস্তফা রোডের ইসমাইল রেস্টুরেন্টে জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের চা চক্র চলাকালে পরিকল্পিতভাবে সেখানে হামলা চালানো হয়। এতে ৮/১০ জন নেতাকর্মী আহত হন। 

তিনি আরও বলেন, এই পরিস্থিতিতে মৌলভীবাজার পৌরসভা নির্বাচনের আর কোনো পরিবেশ নেই বলে আমি মনে করি। অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে শোচনীয় পরাজয় নিশ্চিত জেনে আওয়ামী লীগ ২০১৮ সালের জাতীয় নির্বাচন ও ২০১৫ সালের পৌর নির্বাচনের ন্যায় সন্ত্রাসী কায়দায় জোর জবরদস্তি ও কারচুপির মাধ্যমে নির্বাচনে জেতার জন্য বদ্ধ পরিকর। তারা জানে তাদের সাথে জনগণ নেই, তাই সন্ত্রাসীদের দিয়ে তারা নির্বাচনে জিততে চায়।

জেলা বিএনপির সহ-সভাপতি ফয়জুল করিম ময়ুন বলেন, সবাই জানে মৌলভীবাজারে সম্প্রতির রাজনীতি। কিন্তু গতকাল যে ঘটনা ঘটেছে সেটা খুবই ন্যাক্কারজনক। এ ঘটনা মৌলভীবাজারের ইতিহাসে ঘটেনি।

এ বিষয়ে মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া বলেন, মৌলভীবাজারের মানুষ খুব শান্তিপ্রিয়। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের মধ্যে মাঝে মধ্যে উত্তেজনা থাকেই। এই ঘটনা খুব বড় না হলেও সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে যাতে কোনো প্রভাব না পড়ে পুলিশ সে বিষয়টি নিয়ে কাজ করছে। 

ওমর ফারুক নাঈম/আরএআর