নিহত নিহাল ছৈয়াল

শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় পিকআপের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে নিহাল ছৈয়াল (১৭) নামের এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) দুপুর ২টার দিকে ডামুড্যা পৌরসভার চৌরাস্তায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নিহাল ছৈয়াল উপজেলার শিশু ছৈয়ালের ছেলে। নিহাল পূর্ব মাদারীপুর বিশ্ববিদ্যালয় কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, পৌরসভার চৌরাস্তা দিয়ে মোটরসাইকেলযোগে ডামুড্যা বাজারে যাচ্ছিলেন নিহাল। এ সময় তাকে ধাক্কা দেয় ইটবোঝাই পিকআপ। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে অজ্ঞান হয়ে যান নিহাল। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক শরীয়তপুর সদর হাসপাতালে পাঠান; পথিমধ্যে তার মৃত্যু হয়।

ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমারত হোসেন বলেন, ইটবোঝাই পিকআপের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন নিহাল ছৈয়াল। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

সৈয়দ মেহেদী হাসান/এএম