সিলেটে বিএনপির সমাবেশ শুরু
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানোর দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেটে বিএনপির বিভাগীয় সমাবেশ শুরু হয়েছে। মঙ্গলবার (৩০ নভেম্বর) দুপুর ২টায় সিলেটের ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠে জেলা ও মহানগর বিএনপি এ সমাবেশের আয়োজন করে।
সরেজমিনে দেখা গেছে, দুপুর ২টার পর থেকে সিলেটের ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠের সমাবেশস্থলে একের পর এক মিছিল আসছে। বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দলসহবিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশে যোগ দিচ্ছেন। মিছিলের সঙ্গে সঙ্গে তারা নানা ধরনের স্লোগানও দিচ্ছেন।
বিজ্ঞাপন
বিএনপির এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এ ছাড়াও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি জয়নাল আবেদীন, বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল ও সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবনসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেবেন।
বিজ্ঞাপন
সিলেট মহানগর বিএনপির আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকী ঢাকা পোস্টকে বলেন, নির্ধারিত সময়ে শুরু হওয়া এ সমাবেশ সন্ধ্যার আগেই শেষ হবে। কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা এ সমাবেশে বক্তব্য দেবেন। আজকের এই সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে।
আরএআর