বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সরকারের পতন না হলে বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা কোনো দিনই সম্ভব হবে না। এই সরকারের কাছে কোন দাবি জানিয়ে লাভ নেই। আগামী দিনে কঠোর আন্দোলনের মাধ্যমে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। খুব শিগগিরই বৃহৎ কর্মসূচি ঘোষণা করা হবে। প্রয়োজনে ঢাকা ঘেরাও করে হলেও সরকার পতন ত্বরান্বিত করতে হবে।

মঙ্গলবার (৩০ নভেম্বর) বিকেলে সিলেটের ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশে চিকিৎসার দাবিতে বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমীর খসরু আরও বলেন, সরকার বলে বেগম খালেদা জিয়া নাকি মুক্ত। তাহলে মুক্ত মানুষের চিকিৎসার জন্য বিদেশে যেতে বাধা কোথায়? এর জবাব তারা দিতে পারে না। কারণ সরকার রাজনৈতিক প্রতিহিংসার কারণে বেগম খালেদা জিয়াকে হত্যার ষড়যন্ত্র করছে। প্রথমেই আমাদের নেত্রীর স্থায়ী মুক্তি নিশ্চিত করতে হবে। তাহলে বিদেশে চিকিৎসা ও গণতন্ত্রের মুক্তিও নিশ্চিত হবে।

তিনি বলেন, ক্ষমতা বেশি দিন থাকবে না। বেগম খালেদা জিয়ার সঙ্গে অন্যায় আচরণে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

সিলেট মহানগর বিএনপির আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদিন, বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদী লুনা, ড. এনামুল হক চৌধুরী, খন্দকার আব্দুল মুক্তাদির, বিএনপির সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হাসান জীবন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সিলেট সিটি করপোরেশনের আরিফুল হক চৌধুরী, হবিগঞ্জ পৌরসভার মেয়র জি কে গউছ, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলন, বিএনপির সহ-ক্ষুদ্র ও ঋণ বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, বিএনপির সহ-স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক শাম্মী আক্তার, বিএনপির কেন্দ্রীয় সদস্য ডা. শাহরিয়ার হোসেন, এম নাসের রহমান, নাসির উদ্দিন চৌধুরী, মিজানুর রহমান চৌধুরী মিজান, অ্যাডভোকেট সাদিয়া চৌধুরী মুন্নি, কামরুল হুদা জায়গীরদার, মিফতা সিদ্দিকী, অ্যাডভোকেট আব্দুল গফফার, হুমায়ুন কবির শাহীন, ফরহাদ চৌধুরী শামীম, আব্দুল কাইয়ুম চৌধুরী, রেজাউল হাসান কয়েস লোদী, জিয়াউল গণী আরেফিন জিল্লুর, মজিবুর রহমান নজিব, সামিয়া বেগম চৌধুরী, অ্যাডভোকেট রুকসানা বেগম শাহনাজ, সহবুবুল হক চৌধুরী, এ কে এম তারেক কালাম, সুরমান আলী, আব্দুস শহীদ চেয়ারম্যান, আব্দুল ওয়াহিদ সোহেল, লিটন চৌধুরী, মকসুদ আহমদ, আলতাফ হোসেন সুমন, সুদীপ জুতি এষ প্রমুখ।

আরএআর