অঙ্কিতা দে

নিখোঁজের ছয়দিন পর বিউটি পারলারের বাথরুমের ভেতর থেকে আট বছরের এক স্কুলছাত্রীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) দুপুর ২টার দিকে খুলনার দৌলতপুর পাবলা বণিকপাড়া কালী মন্দিরের পাশের বীনাপানি ভবনের নিচতলার বাথরুম থেকে অঙ্কিতা দে নামের ওই স্কুলছাত্রীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়। অঙ্কিতা দে দৌলতপুর পাবলা বণিকপাড়া এলাকার সুশান্ত দের মেয়ে।

স্থানীয়রা জানায়, ২২ জানুয়ারি দুপুর ১২টার দিকে দৌলতপুর থানার পাবলা বণিকপাড়ার মৌচাক টাওয়ারের সামনে থেকে অঙ্কিতা দে হারিয়ে যায়। এ সময় তার পরনে ছিল গোলাপি রঙের সোয়েটার। 

স্থানীয় একটি বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল অঙ্কিতা। নিখোঁজের পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার সন্ধান চাওয়া হয়। বৃহস্পতিবার বাথরুম থেকে তার বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়। 

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন ঢাকা পোস্টকে বলেন, গত শুক্রবার অঙ্কিতা দে নিখোঁজ হয়। এ ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে জিডি এবং পরবর্তীতে অপহরণ মামলা করা হয়। বৃহস্পতিবার দুপুরে দৌলতপুর পাবলা বণিকপাড়া কালী মন্দিরের পাশের বীনাপানি ভবনের নিচতলার বাথরুম থেকে তার বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়।

ওসি হাসান আল মামুন আরও বলেন, ওই বাথরুমটি পাশের মেকওভার বিউটি পারলারের লোকজন ব্যবহার করতেন। এ ঘটনায় জড়িত সন্দেহে একই এলাকার জাহাঙ্গীর এবং তার স্ত্রী রিক্তাকে আটক করা হয়েছে। মরদেহ উদ্ধারের পর জিজ্ঞাসাবাদের জন্য ছয়জনকে থানায় আনা হয়েছে। মরদেহ মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

মোহাম্মদ মিলন/এএম