খুলনায় প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা
প্রতীকী ছবি
খুলনায় মো. নয়ন (২৩) নামের এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) বিকেল ৫টার দিকে খুলনা মহানগরীর হরিণটানা থানাধীন খুলনা বিশ্ববিদ্যালয়ের খান বাহাদুর আহসাউল্লাহ হল গেটের বিপরীতে এ ঘটনা ঘটে। নিহত নয়ন মহানগরীর গল্লামারী ইসলামনগর এলাকার মালেক সরদারের ছেলে।
হরিণটানা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক ঢাকা পোস্টকে বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
বিজ্ঞাপন
প্রত্যক্ষদর্শী ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানায়, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে হরিণটানা থানাধীন খুলনা বিশ্ববিদ্যালয়ের খান বাহাদুর আহসানউল্লাহ হল গেটের বিপরীতে ‘সুজন-ইব্রাহিম’র চায়ের দোকানের সামনে নয়ন ও রাকিব গ্রুপের মধ্যে পূর্বশত্রুতার জেরে কথা কাটাকাটির ঘটনা ঘটে।
একপর্যায়ে রাকিব গ্রুপের রাজু (২০) ও সুজন (২২) এবং শাকিব (২২) মিলে নয়নকে পেছন থেকে ঝাপটে ধরে। এ সময় নয়নের বুকে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করা হয়। পরে নয়নের বন্ধুরা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসকরা নয়নকে মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
মোহাম্মদ মিলন/এমএসআর