করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের (Omicron) সংক্রমণ ঠেকাতে শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের বড়মোহা গ্রামে দক্ষিণ আফ্রিকা থেকে আসা এক প্রবাসীর বাড়িতে লাল পতাকা টানানো হয়েছে। এক সপ্তাহ আগে ওই প্রবাসী দেশে এসেছেন।

বুধবার (১ নভেম্বর) ওই প্রবাসীর বাড়িতে লাল পতাকা টানায় উপজেলা প্রশাসন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পশ্চিম বীরগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) সচিব হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছেন।

লাল পতাকা টানানোর বিষয়টি নিশ্চিত করে শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনোয়ার উজ জামান জানিয়েছেন, করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের সংক্রমণ ঠেকাতে দক্ষিণ আফ্রিকা থেকে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার বড়মোহা গ্রামে আসা এক প্রবাসীর বাড়িতে লাল পতাকা টানানো হয়েছে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পশ্চিম বীরগাঁও ইউনিয়ন পরিষদ হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করার প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে বলে জানান তিনি।

সাইদুর রহমান আসাদ/এনএ