নোয়াখালীর সুবর্ণচরে অবৈধভাবে ৫৭ বস্তা সরকারি সার মজুত রাখায় আব্দুর রহমান সোহাগ নামের এক শিক্ষককে ৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১ ডিসেম্বর) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলা কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুর রহমান এ দণ্ড দেন।

পরে বুধবার বিকেলে এলাকার ৯০ জন কৃষকের মাঝে এসব সার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা চৈতি সর্ববিদ্যা।

দণ্ডপ্রাপ্ত আব্দুর রহমান সোহাগ সুবর্ণচর উপজেলার পুর্বচরবাটা ইউনিয়নের ছমির হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন।

মো. আরিফুর রহমান ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অবৈধভাবে মজুত করা ৩৪ বস্তা ডিএপি ও ২৩ বস্তা টিএসপি সার উদ্ধার করা হয়। অবৈধভাবে মজুত রাখায় তাকে ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. হারুন অর রশীদ, উপসহকারী কৃষি কর্মকর্তা শাহাব উদ্দিন ও চরজব্বার থানার পুলিশ।

হাসিব আল আমিন/এনএ