বগুড়ায় সাংবাদিক এ টি এম সাদেকুর রহমান লিটনকে হত্যাচেষ্টা মামলার আসামি মো. পাভেলকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১ ডিসেম্বর) ভোরে শিবগঞ্জ পৌর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে সদর থানা পুলিশ।

এর আগে আদালত মামলার রায়ে পাভেলকে পাঁচ বছরের সাজা দেন। পাভেল বগুড়া শহরের গোদাপাড়া এলাকার নুর ইসলামের ছেলে।

জানা গেছে, ঢাকা থেকে প্রকাশিত দৈনিক পাঞ্জেরী পত্রিকার বগুড়া জেলা প্রতিনিধি সাংবাদিক এ টি এম সাদেকুর রহমান লিটন। ২০১৪ সালে জালাও-পোড়াও আন্দোলনের সময় পেশাগত দায়িত্ব পালনকালে তার পেছন থেকে হত্যার উদ্দেশে রামদা দিয়ে মাথায় আঘাত করে পাভেল। পরে ১৯ জানুয়ারি সাদেকুর রহমান বাদী হয়ে বগুড়া সদর থানায় একটি মামলা করেছিলেন।

বগুড়া বিশেষ জজ আদালতে মামলার রায় ঘোষণার পর আসামি মো. পাভেল দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। পরে বুধবার ভোরে বগুড়া সদর থানা পুলিশের এসআই জাকির, এএসআই ডন কংকন বর্মণ ফোর্সসহ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।

বগুড়া সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) জাকির জানান, বুধবার ভোরে আসামি পাভেলকে গ্রেফতার করতে সক্ষম হয় আমাদের টিম। ওই দিন দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। পাভেলকে বগুড়া বিশেষ জজ আদালত পাঁচ বছরের সাজা দিয়েছেন।

এনএ