ঘন কুয়াশায় দুই রুটে ফেরি চলাচল বন্ধ
পাটুরিয়াঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় কয়েক শতাধিক যানবাহন
পদ্মায় কুয়াশার পরিমাণ বেড়ে যাওয়ায় নৌপথে ফেরির দিক-নির্দেশনামূলক বাতির আলো অস্পষ্ট হওয়ায় মাঝপদ্মায় আটকা পড়েছে কয়েকটি ফেরি। যার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া ও বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে নৌপথে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।
শুক্রবার (২৯ জানুয়ারি) সকাল পৌনে ৯টার দিকে বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ডিজিএম (বাণিজ্য) মো. জিল্লুর রহমান ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
জানা যায়, পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে কয়েকদিন ধরে রাতে বন্ধ থাকছে ফেরি চলাচল। এ কারণে নৌপথ পারাপারে যাত্রী ও যানবাহনের চালকদের পোহাতে হচ্ছে ভোগান্তি। একদিকে মাঘের প্রচণ্ড শীত আর ঘন কুয়াশা, অপরদিকে পাটুরিয়াঘাট এলাকায় নদীপথ পারাপারে অপেক্ষায় থাকতে হচ্ছে ঘণ্টার পর ঘণ্টা। এতে বাসযাত্রীদের ভোগান্তির সময় দীর্ঘ হচ্ছে।
বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ছোট বড় সব ধরনের ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।
বিজ্ঞাপন
এ সময় জিল্লুর রহমান বলেন, নদীতীরবর্তী এলাকায় সন্ধ্যার পর থেকে কুয়াশার পরিমাণ বেড়ে যাওয়ায় নৌপথের ফেরির দিক-নির্দেশনামূলক বাতির আলো অস্পষ্ট হয়ে পড়ে। এ কারণে ৪টি ফেরি মাঝপদ্মায় আটকা পড়ে। ফলে নৌপথে দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।
ফেরি চলাচল বন্ধ থাকায় পাটুরিয়াঘাট এলাকায় কয়েক শতাধিক যানবাহন নৌপথ পারাপারের অপেক্ষায় রয়েছে। নৌপথে ফেরি চলাচল বন্ধ থাকায় পাটুরিয়া ফেরিঘাট এলাকায় যাত্রী ও পরিবহন বাস-ট্রাক চালকসহ শ্রমিকরা ভোগান্তিতে পড়েছেন।
এদিকে ঘন কুয়াশার কারণে মাদারীপুরের বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে রাত ৩টা থেকে ফেরিসহ সকল ধরনের নৌচলাচল চলাচল বন্ধ রয়েছে। বিআইডব্লিউটিসির বাংলাবাজার ঘাটের সহকারী ব্যবস্থাপক মো. জামিল এ তথ্য জানিয়েছেন।
বাংলাবাজার ঘাট সূত্রে জানা গেছে, রাত ৩টার দিকে কুয়াশার পরিমাণ বেড়ে গেলে নৌরুটের দিকনির্দেশনামূলক বাতি অস্পষ্ট হয়ে আসে।
এ সময় পদ্মা নদীতে দিকনির্ণয়ে ব্যর্থ হয় ফেরিগুলো। দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখে। এ সময় চলাচলরত কয়েকটি ফেরি পদ্মা নদীর বিভিন্ন স্থানে নোঙর করে রাখা হয়েছে। এ ছাড়াও ভোর থেকে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ আছে বলে ঘাট সূত্রে জানা গেছে।
সোহেল হোসেন ও নাজমুল মোড়ল/এমএসআর