সেলফিবাজদের পদতলে পিষ্ট কৃষকের স্বপ্ন
সূর্যমুখী ফসলের ক্ষেতে সেলফিবাজদের ভিড়
কোনো পিকনিক স্পট কিংবা বিনোদন কেন্দ্র নয়, এটি একটি সূর্যমুখী ফসলের ক্ষেত। যে ফসল ঘরে তুলবেন কৃষক। তা বিক্রি করে চলবে তার সংসার। কিন্তু সেলফিবাজদের পদতলে পিষ্ট হচ্ছে কৃষকের সে কষ্টের ফসল। সূর্যমুখীর সৌন্দর্য পিয়াসী বিভিন্ন বয়সী নারী-পুরুষ দলে দলে ঢুকছেন তার ফসলের ক্ষেতে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পৃষ্ঠপোষকতায় কিশোরগঞ্জের নিকলী উপজেলায় সূর্যমুখী চাষ করে মিয়া হোসেন নামে এক কৃষক এখন চরম বিড়ম্বনায় পড়েছেন। সূর্যমুখী ফুল ফোটার পরপরই এ ধরনের বিপত্তি নেমে আসে তার ভাগ্যে। মৌমাছির মতো প্রতিদিন ক্ষেতে ঢল নামছে সেলফিবাজদের। তারা সেলফি তুলতে গিয়ে নির্বিচারে ধ্বংস করছেন সূর্যমুখী ক্ষেত। পদপিষ্ট হচ্ছে সূর্যমুখীর সৌন্দর্য। এমন পরিস্থিতিতে কৃষকের মাথায় হাত পড়েছে।
বিজ্ঞাপন
এ ব্যাপারে কৃষক মিয়া হোসেন ক্ষুব্ধ ও আবেগতাড়িত হয়ে বলেন, এমন পরিস্থিতিতে মন চাচ্ছে আমি ওই সূর্যমুখী ক্ষেতেই আত্মাহত্যা করি।
নিকলী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, সূর্যমুখী তেল হচ্ছে সবচেয়ে দামি ভোজ্য তেল। পৃথিবীর অধিকাংশ উন্নত দেশেই এটা ভোজ্য তেল হিসেবে জনপ্রিয়। এ ছাড়া এ তেলে রয়েছে অসাধারণ সবগুণের সমাহার। এ তেল হার্টের জন্য খুবই উপকারী। এ তেল ক্যান্সারের মতো দূরারোগ্য ব্যধিসহ গ্যাস্ট্রিক-আলসারের মতো রোগেরও প্রতিরোধক হিসেবে কাজ করে। আমাদের দেশে সূর্যমুখী চাষের বিপুল সম্ভাবনা রয়েছে। আমরা প্রকৃতপক্ষে সয়াবিনের পরিবর্তে নিম্নমানের পামওয়েল খেয়ে থাকি। এসব সংকট উত্তরণে স্বাস্থ্যকর এ তেল চাষের প্রতি আগ্রহ সৃষ্টি করতে কৃষকদের উদ্ধুদ্ধ করা হয়।
বিজ্ঞাপন
তিনি বলেন, কৃষক মিয়া হোসেন এসব গুণাবলী ও সূর্যমুখী তেলের উচ্চমূল্য থাকার কথা জেনে সূর্যমুখী চাষ করেছিলেন। কিন্তু সৌন্দর্য পিয়াসী সেলফিবাজ হাজারো লোকজনের পদতলে পিষ্ট হলো তার স্বপ্ন। এমন পরিস্থিতি মোকাবেলার কোনো উপায় নেই। আগামী মৌসুমে সূর্যমুখী চাষ করার আগে গণসচেতনতামূলক কর্মসূচিও হাতে নেয়া জরুরি হয়ে উঠেছে।
এসকে রাসেল/আরএআর