বাড়িতে তৈরি হচ্ছিল ভেজাল প্রসাধনী
বিপুল পরিমাণ ভেজাল প্রসাধনী জব্দ করে পুলিশ
রাজশাহীতে বসতবাড়িতেই তৈরি করা হচ্ছিল ভেজাল প্রসাধনী। এরপর রাজশাহী নগরীর বিভিন্ন বিপণিবিতানে বিভিন্ন নামে সেগুলো পৌঁছে যাচ্ছে।
সোমবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় নগরীর উপকণ্ঠ বাঁশপুকুরিয়া পূর্বপাড়া এলাকার একটি বাড়ি থেকে বিপুল পরিমাণ ভেজাল প্রসাধনী জব্দ করেছে পুলিশ। যার আনুমানিক মূল্য ৮ লাখ ২৩ হাজার ৮০০ টাকা।
বিজ্ঞাপন
এই ঘটনায় রুস্তম আলী (২৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে নগরীর বেলপুকুর থানা পুলিশ। গ্রেফতার রুস্তম আলী বাঁশপুকুরিয়া পূর্বপাড়া এলাকার সাদের আলীর ছেলে। তবে মূলহোতা নূর মহাম্মদ পলাতক। নূর মোহাম্মদ ওই এলাকার বাসিন্দা।
দীর্ঘদিন ধরে নিজ নিজ বসতবাড়িতে ভেজাল প্রসাধনী তৈরি এবং সরবরাহ করে আসছিলেন তারা। এই দুজনের নামে রাতে বেলপুকুর থানায় মামলা হয়েছে। মামলাটির বাদী অভিযানে নেতৃত্ব দেয়া এসআই রনি মিঞা।
বিজ্ঞাপন
তিনি বলেন, আসামি রুস্তম আলীর বাড়ি থেকে ৯ হাজার ৮০০ লতা হারবাল স্কিন ব্রাইট ক্রিম, ২০০ গর্জিয়াস হয়াইটিনিং ক্রিম, ১৮০ ডিপ বিউটি হয়াইটিনিং ক্রিম, ২৪০ পিস করে অ্যালোভেরা হয়াইটিনিং ক্রিম, ডিই হয়াইটিনিং বডি লোশন, গৌরি হয়াইটিনিং বডি লোশন জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে এ নিয়ে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানান বেলপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন।
এমএসআর