ছবি: সংগৃহীত

ঢাকা-সিলেট রেললাইনে চলাচলকারী যাত্রীবাহী জয়ন্তিকা ট্রেন জয়েন্ট ছিঁড়ে দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। এতে যাত্রীরা চরম আতঙ্কিত হয়ে পড়ে। সোমবার (৬ ডিসেম্বর) বিকেলে হবিগঞ্জের মাধবপুরে এ ঘটনা ঘটে। বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত ট্রেনটির বিচ্ছিন্ন হওয়া বগি যুক্ত করা সম্ভব হয়নি।

রেলওয়ে সূত্র জানা যায়, সিলেট থেকে ঢাকাগামী জয়ন্তিকা ট্রেনটি ১৫টি বগি নিয়ে বিকেলের দিকে জেলার মাধবপুর উপজেলার মনতলা স্টেশনে যাত্রাবিরতি দেয়। বিরতি শেষে চলার সময় হঠাৎ ট্রেনের জয়েন্ট ছিঁড়ে দুই ভাগ হয়ে পড়ে। এ সময় রাস্তার পাশ থেকে লোকজন চিৎকার শুরু করলে চালক বিষয়টি আঁচ করতে পেরে সামনের অংশ থামান। পরে সন্ধ্যার দিকে পুনরায় ট্রেন ঢাকায় চলে যায়।

স্টেশনের পাশের ব্যবসায়ী রহমত আলী জানান, ট্রেনটি চলার সময় হঠাৎ করে একটি হুক ছিঁড়ে দুই ভাগ হয়ে পড়ে। আমরা বিষয়টি দেখতে পেয়ে চিৎকার শুরু করি। পরে চালক বুঝতে পেরে থামান। পরে সামনের অংশ ফিরে এসে প্রায় আড়াই ঘণ্টা পর নতুন করে হুক লাগিয়ে তারপর যায়।

শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনের প্রধান মাস্টার সাইফুল ইসলাম জানান, মনতলা স্টেশন থেকে যাওয়ার মাত্রই ট্রেনের হুক ছিঁড়ে ট্রেনটি দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে। কিছুক্ষণ যাওয়ার পর চালক বুঝতে পেরে ট্রেনটি থামিয়ে রাখেন। পরবর্তীতে আখাউড়া থেকে নতুন হুক নিয়ে সে পুনরায় জয়েন্ট দিয়ে ঢাকার উদ্দেশে চলে যায়। তবে কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের ঘটনা ঘটেনি বলে জানান তিনি।

শায়েস্তাগঞ্জ রেলওয়ের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (পথ) মো. সাইফুল্লাহ জানান, মনতলা স্টেশনে স্টপেজ দেওয়ার পর আবার চালু হওয়ার সময়ে ট্রেনের একটি বগির জয়েন্টে হুক ছিঁড়ে যায়। এতে দুই ভাগ হয়ে পড়ে। পরে প্রায় দুই ঘণ্টা পর আবারও নতুন হুক লাগানো হয়।

মোহাম্মদ নুর উদ্দিন/এনএ